বিডি মেট্রোনিউজ || প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে মাইলস্টোন কলেজ।
এবছর মাইলস্টোন কলেজের অন্তর্ভুক্ত মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমে ১১৭৫ জন শিক্ষার্থী পিইসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। উভয় মাধ্যমে পাসের হার ১০০% এবং জিপিএ ৫ অর্জন করেছে ১০৯৯ জন।
অন্যদিকে মাইলস্টোন কলেজ থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমে ১০৪৯ জন ছাত্র-ছাত্রী জেএসসি পরীক্ষায় অংশ নেয় এবং উভয় মাধ্যমে পাসের হার ১০০%। জেএসসিতে জিপিএ ৫ পেয়েছে ৭৬২ জন।
ধারাবাহিকভাবে সাফল্য ধরে রাখার ব্যাপারে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সহিদুল ইসলাম বলেন, ‘শিশুবান্ধব পড়ার পরিবেশ, দক্ষ শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের সর্বাত্মক সহযোগিতার ফলে আমরা প্রত্যাশা মতো ভালো করতে পারছি। আমরা এখানেই থেমে না থেকে নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করবো। আমার বিশ্বাস, সকলের সার্বিক সহযোগিতায় শিার মান বজায় রেখে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো।’