বিডি মেট্রোনিউজ || প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার ৯১ হাজার ২২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। আর কেউ পাস করতে পারেনি এমন প্রতিষ্ঠান ১৪৮টি। এই পরীক্ষায় গতবার ৮০ হাজার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস করে। আর ১৫৩টি প্রতিষ্ঠানের সবাই ফেল করেছিল।
এই হিসাবে এবার শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ১১ হাজার ২০৯টি। আর শতাভাগ ফেল প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে পাঁচটি।
প্রাথমিক সমাপনীতে এবার ৯৮ দশমিক ৫২ শতাংশ এবং ইবতেদায়ীতে ৯৫ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছে দুই লাখ ৭৫ হাজার ৯৮০ জন এবং ইবতেদায়ীতে পাঁচ হাজার ৪৭৩ জন।
এবার প্রাথমিক সমাপনীতে ৮৩ হাজার ৩৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস করেছে। আর ১০৬টি প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি। অন্যদিকে ইবতেদায়ীতে সাত হাজার ৭৯১টি প্রতিষ্ঠানের সবাই পাস করেছে এবং ৪২টি মাদ্রাসার কেউ পাস করতে পারেনি।
১৪৮টি প্রতিষ্ঠানের কেউ পাস করতে না পারার কারণ উদঘাটন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।