বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ আপনার আজকের রাশিফল : বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭
মেষ
আজ ব্যবসায় লাভ থাকলেও টাকা পয়সার অপচয় হওয়ার সম্ভাবনা আছে । ছাত্রছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন । নিঃসঙ্গতা আপনাকে তাড়িয়ে বেড়াবে । শারীরিক সমস্যা থেকে মুক্তি ।
বৃষ
আজ ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরের পরিবেশ খুব একটা উপযুক্ত হবে না । গুরুজনদের নিয়ে ভ্রমণ হতে পারে । উচ্চশিক্ষায় বাধা আসতে পারে । প্রেমের দিকটা খুব শুভ ।
মিথুন
চাকরির ক্ষেত্রে দিনটি খুব ভাল । সন্তানদের কোনও কিছু নিয়ে মনে উদ্বেগ থাকবে, প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি নিয়ে চলতে হবে । ঋণের পরিমাণ বাড়তে পারে ।
কর্কট
মুখ মিষ্টতা আজ আপনাকে সকলের কাছে খুব জনপ্রিয় করে তুলবে । কোনও সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আসতে পারে । সমুদ্র ভ্রমণ হতে পারে । স্ত্রীর সঙ্গে ঝামেলা ।
সিংহ
আজ আধ্যাত্মিক কোনও কিছু প্রচার করতে হতে পারে । কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে । সাংসারিক সমস্যার সমাধান । অতিরিক্ত বন্ধুপ্রীতি আজ আপনাকে ভোগাতে পারে ।
কন্যা
প্রতিবেশীর চাপে আজ ব্যবসায় ক্ষতি হতে পারে । স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবিলা করুন । গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে । সন্তানদের জন্য কোনও কারণে মুখ উজ্জ্বল ।
তুলা
অতিরিক্ত ক্রোধের জন্য আজ হাতে আসা কোনও কাজ ভেস্তে যেতে পারে । উচ্চ শিক্ষার পরিকল্পনায় সফল হবেন । প্রশাসনিক দায়িত্ব থেকে আজ দূরে থাকাই ভাল হবে । চক্ষু পীড়া ।
বৃশ্চিক
আজ ভাল কোনও চিন্তা আপনাকে সারা দিন তাড়িয়ে বেড়াবে । ভাই ভাই অশান্তির যোগ দেখা যাচ্ছে । মামলা মকদ্দমা থেকে দূরে থাকাই ভাল । বাড়িতে আত্মীয়ের সমাবেশ ।
ধনু
আজ প্রেমের বিষয়ে খুব ভেবেচিন্তে পা বাড়ানো উচিত । শেয়ার ব্যবসায় লাভ দেখা যাচ্ছে । কর্মদক্ষতায় চাকরির স্থানে সুনাম অর্জন করবেন । বিষয় সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি ।
মকর
আজ যে কোনও কাজের চেষ্টা করতে পারেন, ফল শুভ হবে । বাড়িতে কারও বিয়ে নিয়ে আলোচনা হতে পারে । সন্তানদের সঙ্গে ধৈর্য বজায় রেখে চলুন । রাস্তায় ছোটখাটো দুর্ঘটনা ।
কুম্ভ
আজ সারাদিন কোনও ভয় আপনাকে তাড়িয়ে বেড়াবে । স্ত্রীর জন্য বিশেষ কোনও কাজের সুযোগ পাবেন । দুরবস্থায় পড়া কারও পাশে দাঁড়াতে হতে পারে । নানা ধরনের শারীরিক অসুস্থতা ।
মীন
অনেকদিনের কোনও অসুস্থতার হাত থেকে রেহাই পেতে পারেন । গুণী ব্যক্তির সঙ্গে ধর্মালোচনা । নতুন গৃহ নির্মাণে বাধা আসতে পারে । সপরিবারে ভ্রমণ হতে পারে ।
জ্যোতিষ শ্রী জয়দেব