আপনার আজকের রাশিফল ॥ ১৪ জুলাই

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ আপনার আজকের রাশিফল : শুক্রবার, ১৪ জুলাই ২০১৭

মেষ

আজ অফিসে সকালে ভাল কাটলেও বিকেলে কারোর কাছ থেকে দুর্ব্যবহার পেতে পারেন । স্বামীর পরামর্শে ভাল কিছু হবে। সন্তানদের শুভ কিছু হতে চলেছে । প্রতিবেশীদের সঙ্গে ভ্রমন।

বৃষ

ব্যবসার বিষয়ে অতিরিক্ত উদাসীন না হওয়াই ভাল । আপনার মধুর ব্যবহারে বিশেষ কোনও কার্জউদ্ধার হতে পারে । সন্তানদের আচরণে পরিবর্তন । মায়ের জন্য সংসারে অশান্তি হতে পারে ।

মিথুন

আজ ধর্মের কোনও কাজে নিজেকে বিলিয়ে দিতে ইচ্ছে করবে । কর্মক্ষেত্রে গোলযোগ মিটিয়ে সুনাম অর্জন । ব্যাঙ্কের ঋণ মঞ্জুর হতে পারে । জ্বরজ্বালায় ভোগান্তির আশঙ্কা ।

কর্কট

বন্ধুর দুঃসময়ে পাশে দাঁড়াতে গিয়ে ব্যবসায় ক্ষতি হতে পারে। স্ত্রীর সঙ্গে ভাল কিছু আলচনার ফলে সাংসারিক কলহ মিটবে । হঠাৎ করে অর্থ প্রাতির যোগ দেখা যাচ্ছে । গুরুজনের স্বাস্থ্য নিয়ে চিন্তা ।

সিংহ

আজ উপার্জনের তুলনায় সঞ্চয়ে ঘাটতি থাকবে । হটকারিতার কোনও সিদ্ধান্ত আজ আপনাকে ডোবাতে পারে । নিম্ন বিদ্যার জন্য সময়টা অনুকুল । পারিপার্শ্বিক পরিস্থিতিতে নজর দিতে হবে ।

কন্যা

আজ ব্যবসায় বিশেষ নজর না দিলে ক্ষতির সম্ভাবনা । মাথা ঠাণ্ডা রাখতে না পারলে পরিবারে অশান্তি হতে পারে । সন্তানদের প্রতি একটু সতর্ক হন। শরীরের ছোট সমস্যা বড় আকার ধারন করতে পারে।

তুলা

আজ উপার্জনের হার মাঝামাঝি থাকবে । প্রতিবেশীদের জন্য কোনও গোলযোগে ফেঁসে যেতে পারেন । বিদ্যায় ভীতি কাটাতে না পারলে সমস্যা হতে পারে । বাড়িতে মাঙ্গলিক কোনও কাজ হতে পারে ।

বৃশ্চিক

আজ কারোর প্ররোচনায় পা দিলে নিজের বড় ক্ষতি হয়ে যেতে পারে । ভু-সম্পত্তি কেনাবেচার সুযোগ আসতে পারে । চিত্র পরিচালকদের জন্য কোনও সুযোগ অপেক্ষা করছে ।

ধনু

আজ রাজনৈতিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সময় প্রতিকুল । কিন্তু ব্যবসায়ীদের জন্য সম্যতা খুব শুভ । সন্তানের ব্যবহারে একটু চিন্তিত হতে হবে । নতুন বন্ধু হওয়ার যোগ দেখা যাচ্ছে ।

মকর

ব্যাভিচারি কোনও মহিলার জন্য আজ আপনাকে ফাঁসতে হতে পারে । উচ্চশিক্ষার জন্য ভাল কোনও সুযোগ আসতে পারে । উঁচুতলার কারোর সঙ্গে পরিচয় হতে পারে । দন্ত পীড়ায় ভোগান্তি ।

কুম্ভ

হঠাৎ করে দাম্পত্য কলহ মিটে সুখ শান্তি বিরাজ করতে পারে । ব্যবসায় খারাপ কিছুর সন্মুখীন হতে হবে । পুরনো কোনও বন্ধু আপনাকে সাহায্য করতে পারে । পিতৃকুলের সম্পত্তি পেতে পারেন ।

মীন
আজ বহু মানুষের সমাগম আপনার ভাল নাও লাগতে পারে । বায়ুপথে ভ্রমনের পরিকল্পনা । শারীরিক কোনও সমস্যা থাকবে না । আজ আর্থিক সচ্ছলতা বজায় থাকবে ।
জ্যোতিষ শ্রী জয়দেব
Print Friendly, PDF & Email

Related Posts