মতলব উত্তরে মাদক সম্রাট হালিমসহ আটক ৯

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর) ॥ চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের ব্লক রেইড অভিযানে মাদক সম্রাট হালিমসহ ৯ জনকে আটক ও চেক পোষ্ট বসিয়ে মালিকবিহীন দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। শুক্রবার রাতে ওসি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে উপজেলার ফরাযীকান্দি, ফতেপুর পশ্চিম ও ইসলামাবাদ ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানে মতলব উত্তরের কুখ্যাত মাদক সম্রাট হালিম মীরকে ৫০ পিছ ইয়াবাসহ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ৭টি চলমান মাদক মামলা রয়েছে। সে উপজেলার ফরাযীকান্দি ইউনিয়নের উত্তর চরমাছুয়া গ্রামের সিরাজুল হক মীরের ছেলে।

এছাড়াও ইসলামাবাদ ইউনিয়নের জঙ্গল ইসলামাবাদ গ্রামের সিরাজুল ইসলাম ভুইয়ার স্ত্রী মাদক ব্যবসায়ী সামেলা বেগম ও ফতেপুর পশ্চিম ইউনিয়নের উদ্দমদী গ্রামের বিল্লাল হোসেন ছৈয়ালের ছেলে মাদক ব্যবসায়ী ইউসুফ ছৈয়ালকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত ৩ মাদক ব্যবসায়ীকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানা ভূক্ত ৬ জন আসামীকে গ্রেফতার করা হয়। রিকল জমা দেওয়ার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।

থানা সূত্র জানায়, অভিযানে চেক পোষ্ট পরিচালনা করে মালিকবিহীন দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। রাতের অভিযানে মাদকসেবী সন্দেহে আরো ৩ জনকে আটক করে পুলিশ। যাচাই-বাছাই করে তাদের মাদকের সাথে কোন সম্পৃক্ত না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ারুল হক বলেন, এসপির নির্দেশক্রমে আমরা ব্লক রেইড অভিযান পরিচালনা করছি। শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৯ জন আসামীকে গ্রেফতার, ৫০ পিছ ইয়াবা উদ্ধার ও চেক পোষ্ট বসিয়ে মালিকবিহীন দুইটি মোটরসাইকেল জব্দ করেছি। এ অভিযান অব্যাহত থাকবে এবং মতলব উত্তরকে মাদকমুক্ত করা হবে।

Print Friendly, PDF & Email

Related Posts