রাসেল হোসেন,ধামরাই ( ঢাকা) [] ঢাকার ধামরাইয়ে ১৭ বছরেও হয়নি ছাত্রলীগের সম্মেলন।দ্রুত সম্মেলনের দাবীতে ধামরাই উপজেলা ছাত্রলীগ শাখার সংবাদ সম্মেলন।
শুক্রবার(২৮ জুলাই)বিকেলে ধামরাই প্রেসক্লাবের হল রুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় ধামরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক লায়ন পারভেজ আহমেদ বলেন, দীর্ঘ দিন যাবত ধামরাই উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক কমিটি দ্বারা পরিচালিত হয়ে আসছে।এমতবস্থায় সংগঠনের আরও গতি বৃদ্ধির জন্য বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র মোতাবেক ধামরাই উপজেলা ছাত্রলীগের গনতান্ত্রিক উপায়ে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটির আহ্বান জানায়।
আরও বলেন, একটি মহল বাংলাদেশ ছাত্রলীগের কাযর্ক্রমকে কলুষিত করার লক্ষে সম্মেলন ব্যতিত ধামরাই উপজেলা ছাত্রলীগের বেডরুম কমিটি করার পায়তারা করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।
অবিলম্বে বাংলাদেশ ছাত্রলীগ ধামরাই উপজেলা শাখার সম্মেলনের তারিখ নির্ধারনের অনুরোধ জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি সদস্য এস.এম মৃদুল আল মামুন জয়, ধামরাই উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক বি.এম মাসুদ রানা, যুগ্ন আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম সহ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।