বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বগুড়ার ধর্ষণকান্ডে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন ফরিদা ইয়াসমিন ও রোজিনা ইসলাম এই দুই নারী সাংবাদিক। ফেসবুকে প্রদত্ত তাদের প্রতিক্রিয়া এখানে তুলে দেয়া হলো:
Farida Yasmin
প্রয়োজন ধর্ষণের বিরুদ্ধে একটা সামাজিক আন্দোলন। ধর্ষণের শাস্তি হওয়া উচিত মৃত্যুদন্ড। খুনের শাস্তি মৃত্যুদণ্ড হয়। আমাদের এই সমাজে ধর্ষণ একজন মানুষকে পারিবারিক সামাজিকভাবে খুন করে।
Rozina Islam
গভীর রাতে অফিস থেকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বাসায় ফিরলাম। সম্পাদকের সাথে যখন বগুড়ায় ছাত্রীকে ধর্ষণ এবং আজকের ফলোআপ নিয়ে আলাপ হচ্ছিলো তখনই বার্তা সম্পাদক এসে তাকে জানালেন বাড্ডায় তিন বছর নয় মাস বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে গেছে।
খবরটা শোনার সাথে সাথে আমাদের সবার মুখ মলিন হয়ে গেলো। না চেনা শিশুটির আদুরে ও আকুতি মাখা মুখটা চোখে ভেসে উঠলো। সেই সাথে নিজের সাড়ে পাঁচ বছরের মেয়েটির জন্য ও অজানা নানা শংকায় মনটা বিষিয়ে উঠলো। মনটা কেমন অস্থির লাগছে অবুঝ শিশুটির কথা ভেবে! মাঝে মাঝে খুব অসহায় লাগে। এর শেষ কোথায়?