বাচসাস-এর নতুন কমিটির জমকালো অভিষেক

বিডিমেট্রোনিউজ ॥ ৩০ জুলাই বিকেলে জাতীয় প্রেসক্লাবে  বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এর জমকালো অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হলো।

অভিষেক অনুষ্ঠানে বাচসাস-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান বাচসাস-এর প্রধান নির্বাচন কমিশনার ফরিদ বাশার। বাচসাস সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক ইকবাল করিম নিশানের নেতৃত্বে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। এ সময় বাচসাস সদস্য, চলচ্চিত্র শিল্পী-কলাকুশলী, সাংবাদিক নেতৃবৃন্দ ও অন্যান্য অতিথিগণ উপস্থিতি ছিলেন।

২১ জুলাই জাতীয় প্রেসক্লাবে বাচসাসের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আবদুর রহমান-ইকবাল করিম নিশান প্যানেল নিরষ্কুশ বিজয় লাভ করে। এ প্যানেলের ২১ জনের সবাই বিজয়ী হন। নির্বাচনে অন্যান্য বিজয়ীরা হলেন সহ-সভাপতি বাদল আহমেদ, সীমান্ত খোকন, সহ-সাধারণ সম্পাদক হামিদ মোহাম্মদ জসিম, অর্থ সম্পাদক নবীন হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈকত সালাহউদ্দিন, আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক রিমন মাহফুজ, মহিলা বিষয়ক সম্পাদক আবিদা নাসরিন কলি, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক রেজাউর রহমান রিজভী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল্লাহ জেয়াদ, দপ্তর সম্পাদক মইনুল হক রোজ, কার্যনির্বাহী সদস্য মাহফুজ সিদ্দিকী, রাজা সিরাজ, মনিরুল ইসলাম মানিক, শফিকুল আলম মিলন, সিরাজুল ইসলাম সিরাজ, রেজাউল করিম রেজা, মুজাহিদ সামিউল্লাহ, সুরাইয়া রহমান মনি ও রাহাত সাইফুল।
204

অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সভাপতি মঞ্জুরুল আহমান বুলবুল ও চলচ্চিত্র শিল্পী-কলাকুশলী সংস্থার আহবায়ক চিত্রনায়ক ফারুক।

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাচসাস-এর সাধারণ সম্পাদক ইকবাল করিম নিশান। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান ও ধন্যবাদ জ্ঞাপন করেন বাচসাস সভাপতি আবদুর রহমান। সভাপতি তার বক্তব্যে আগামী বছর বাচসাস-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান আয়োজনে সকলের সহযোগিতা কামনা করেন।

আরো উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর সাবেক সাধারণ সম্পাদক মোল্লা জালাল, কুদুস আফ্রাদ, বর্তমান সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, ঢাকা রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক মোরসালিন নোমানী, বাচসাস-এর সাবেক সভাপতি রফিকুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল খোকনসহ আরো অনেকে।

বক্তব্য প্রদান পর্বের পর নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পরিচালক সমিতির পক্ষে সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব বদিউল আলম খোকন, ফিল্ম ক্লাবের পক্ষে সভাপতি মেদেহী হাসান সিদ্দিকী মনির, চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষে সাধারণ সম্পাদক জায়েদ খান ও সায়মন, প্রদর্শক সমিতির পক্ষে সাবেক সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, চলচ্চিত্র গ্রাহক সংস্থার পক্ষে সভাপতি আবদুল লতিফ বাচ্চু, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার এসোসিয়েশনের পক্ষে প্রচার-প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক রেজাউল হক রেজা ও শিক্ষা-গবেষণা সম্পাদক জহির আহমেদ, বাংলাদেশ নিউজপেপার-মিডিয়া কম্পিউটার এপ্লয়েজ এসোসিয়েশনের পক্ষে সভাপতি রফিকুল ইসলাম, নায়িকা শাহনূর, রন্ধনশিল্পী কানিজ ফাতেমা রিপাসহ আরো অনেকে। এছাড়া বাচসাস-এর সাবেক সহ-সভাপতি লিটন এরশাদের পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় নবনির্বাচিত কমিটিকে।

অভিষেক অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন সুবীর নন্দী ও আঁখি আলমগীর। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অনন্যা রুমা। সর্বশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Print Friendly, PDF & Email

Related Posts