মুহাম্মদ মূসা, জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনের দায়ের করা মামলা প্রত্যাহারসহ চার দফা দাবিতে দ্বিতীয় দিনের মত প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে রেখেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছে শিক্ষার্থীরা।
এদিকে অবরোধের কারণে প্রশাসনিক ভবনে ঢুকতে না পেরে শিক্ষক, কর্মকর্তা , কর্মচারীরা ভবনের বাইরে অবস্থান করছেন। ফলে স্থবির হয়ে পড়েছে সব রকম প্রশাসনিক কার্যক্রম।
সকাল সাড়ে নয়টার দিকে শিক্ষার্থীদের অবরোধ তুলে নেয়ার অনুরোধ করেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার সহ উচ্চ পদস্থ কর্মকর্তারা । রেজিষ্টা্রের অনুরোধের পরও শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে ভবনের প্রধান গেইটে অবস্থান করছেন। এর পরে কর্মকর্তা-কর্মচারি সমিতির নেতৃবৃন্দ শিক্ষার্থীদের অবরোধ তুলে নিতে অনুরোধ করেছেন।
তবে মামলা প্রত্যাহার কিংবা প্রশাসনের সাথে আলোচনায় বসার আশ্বাস না পাওয়া পর্যন্ত প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে রাখা হবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। এদিকে জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম সকাল সাড়ে ১০ টায় প্রশাসনিক ভবনের সামনে উপস্থিত হলেও তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলেননি।
উল্লেখ্য, শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে ‘প্রতিবাদের নাম জাহাঙ্গীরনগর’ ব্যানারে সোমবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রশাসনিক ভবন অবরোধ করেন আন্দোলনকারীরা। সকাল ৯টার দিকে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম আন্দোলনকারীদেরকে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানালেও অবরোধ কর্মসূচি চালিয়ে যান তারা। তবে বেলা সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির অনুরোধে আলোচনার জন্য উপাচার্য, উপ-উপাচার্য ও শিক্ষক সমিতির নেতাদের ভবনে প্রবেশ করতে দেন তারা।