বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের কৃতিত্বপূর্ণ রেজাল্ট

বিডি মেট্রোনিউজ || প্রাথমিক শিা সমাপনী (পিইসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ রেজাল্ট অর্জনের ধারা অব্যাহত রেখেছে রাজধানীর মিরপুরে অবস্থিত বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ।

এবছর বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমে ১২৪ জন শিক্ষার্থী পিইসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। উভয় মাধ্যমে পাসের হার শতভাগ।

পিইসি’তে ১০৫ জন জিপিএ ৫ এবং ১৯ জন এ’ গ্রেড অর্জন করেছে। অন্যদিকে বাংলা ও ইংরেজি মাধ্যমে ১০৩ জন ছাত্রÑছাত্রী জেএসসি পরীক্ষায় অংশ নেয় এবং উভয় মাধ্যমে পাসের হার শতভাগ। জেএসসিতে জিপিএ ৫ পেয়েছে ৪৮ জন এবং ৫৫ জনের অর্জন এ’গ্রেড।

রেজাল্টের সার্বিক উন্নতি সম্পর্কে বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিংবডির সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো বলেন, পাঠদানের সুবিধার্থে শিক্ষাবর্ষের শুরুতেই আমরা শিক্ষার্থীদের তিনটি স্তরে ভাগ করে নেই। খুব মেধাবী, মেধাবী এবং একটু কম মেধাবী। অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের পরামর্শ ও নির্দেশনাক্রমে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা খুব মেধাবীদের জিপিএ৫ পাওয়া নিশ্চিত করেন। মেধাবীরা যাতে অবশ্যই জিপিএ৫ পেতে পারে শিক্ষক শিক্ষিকাগণ সেব্যাপারে আন্তরিক থাকেন। একটু কম মেধাবীদের ব্যাপারে আরও কৌশলী হতে হয়, যাতে তারা ভালো করা থেকে খুব ভালো করতে পারে। কলেজের বিধান অনুযায়ী কোন শিক্ষার্থী পরপর তিন দিবস স্কুলে উপস্থিত না হলে সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষক ঐ শিক্ষার্থীর বাড়ি গিয়ে খোঁজ খবর নেন এবং পাঠ বিষয়ক অবস্থান নিশ্চিত করেন।

ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো বলেন, আমরা অবশ্যই সুশিক্ষার ব্যাপারে সজাগ থেকে ভালো ফল লাভের পথে উত্তরোত্তর এগিয়ে যেতে চাই।

Print Friendly, PDF & Email

Related Posts