কাঠালিয়ায় ইয়াবাসহ আটক ২

রাজিব তালুকদার, কাঠালিয়া (ঝালকাঠি) : কাঠালিয়ার ২নং পাটিখালঘাটা বাজার এলাকায় ব্রীজের পাশহতে কাঠালায়া থানার এস আই কাইউম ও তার সহকর্মীরা  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫পিচ  ইয়বাসহ পাটিখালঘাটা গ্রামে মোশারেফ হোসেনের এর ছেলে জসিম হাওলাদার (২১) ও পাটিখালঘাটা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে হাসিব হাওলাদার (১৮)  ৪ আগষ্ট  সন্ধায় আটক করে পুলিশ।

এবিষয়ে  কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম জানান তাদের কে মাদকের আইনে কোর্টে প্রেরণ করা হবে।

Print Friendly, PDF & Email

Related Posts