রাসেল হোসেন,ধামরাই ( ঢাকা) ॥ ঢাকা আরিচা মহাসড়কে ধামরাইয়ে ঢুলিভিটা এলাকায় দু ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নাজমুল শেখ (২২) নামে হেলপার নিহত হয়েছে।
শনিবার (০৫ আগষ্ট) সকাল ৯ টার সময় এ সংঘর্ষর ঘটনাটি ঘটে। নিহত নাজমুল শেখ রাজবাড়ি জেলার কালিতলা গ্রামের আব্দুল সামাদ শেখের ছেলে।
এ ব্যাপারে ধামরাই থানার উপ- পরিদর্শক ( এস. আই) আবু সাইদ পিয়াল জানান,পাটুরিয়া থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাকটি ঢুলিভিটা আসলে অপর দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।এতে পাটুরিয়া দিক থেকে আসা ট্রাকের হেলপার ঘটনা স্থলে নিহত হয়।খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনা স্থলে গিয়ে হেলপারের মরদেহটি উদ্ধার করেছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে।