বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ সম্প্রতি কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের তথ্য বিনিময় সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ মি. ব্রুস সি. ডেভিসের সার্বিক পরিচালনায় তথ্য বিনিময় সন্ধ্যা অনুষ্ঠানটি পরিচালিত হয়।
সকল প্রতিকূলতা পেরিয়ে শিক্ষকমন্ডলী চলতি শিক্ষা বছরটিকে এ প্রতিষ্ঠানের সেরা শিক্ষাবর্ষে উন্নীত করার প্রতিশ্রুতিতে প্রতিজ্ঞাবদ্ধ। বর্তমানে স্কুল প্রাঙ্গণে চলছে ওপেন হাউজ যা আগামী ১৫ আগস্ট শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত চলবে।
আগ্রহী সকল অভিভাবকদের ভর্তি সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য ওপেন হাউজে আমন্ত্রণ জানানো যাচ্ছে।
চলতি শিক্ষাবষের্র পদযাত্রা শুরু হবে আগামী ১৬ আগস্ট থেকে।