নজরুল ইসলাম জামাল, লালমোহন॥ ভোলার লালমোহনে ১৫ আগষ্ট ৪২ তম জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনায় স্থানীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন নিজ উদ্যোগে তার লালমোহনের কলেজ পাড়া বাস ভবনে মিলাদ দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণের আয়োজন করেন।
দোয়া মাহফিলে স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিলে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ুর জন্য বিশেষ প্রার্থনা করা হয়। দোয়া মোনাজাত শেষে এমপি শাওন উপস্থিত এতিম ও দুস্থদের মুখে খাবার তুলে দেন।
এর আগে সকালে লালমোহন উপজেলা প্রসাশন আয়োজিত ১৫ আগষ্টের আলোচনা সভায় প্রধান অতিথি শাওন বলেন, বঙ্গবন্ধু হত্যার বিষয়টি আগে থেকেই জেনারেল জিয়া জানতেন। ৭৫ এর ন্যায় এখন আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখ্যাত করার জন্য। খালেদা জিয়া ক্ষমতায় যাওয়ার জন্য বেসামাল হয়ে পড়েছেন।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুকে নিয়ে চিত্রাঙ্গন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ী কোমলমতী শিক্ষার্থীদের মাঝে এমপি শাওন বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামছা বইটি উপহার হিসেবে তুলে দেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুল আরিফ, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহম্মেদ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও এমপি শাওন তজুমদ্দিন উপজেলায় শোক দিবসের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।