সম্পত্তি নিয়ে বড় ভাইকে পেটাল ছোট ভাই

মতলব প্রতিনিধি ॥ মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার ৬নং ওয়ার্ডের তালতলী গ্রামে সম্পত্তিগত বিরোধের জের ধরে ছোট ভাই রিগান তার বড় ভাই জসিম, বড় ভাইয়ের স্ত্রী ও দুই শিশু সন্তানকে পিটিয়েছে। গুরুতর আহত জসিম তার স্ত্রী ও দুই শিশু সন্তানকে কমিশনার আল-আমিন সরকার স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

ঘটনার বিবরণে ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, তালতলী গ্রামের রেহান উদ্দিন মোল্লার ৪ ছেলে। এরমধ্যে জসিম ও রিগানের মধ্যে সম্পত্তিগত বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে এরআগেও একাধিকবার মারামারি ও সংঘর্ষ বাঁধে। এ সূত্র ধরে সোমবার সকালে তাদের সাথে কথা কাটা-কাটির এক পর্যায়ে মাদকসেবী রিগান তার বড় ভাই জসিম ও জসিমের স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করে। তার নির্যাতন থেকে রেহাই পায়নি জসিমের দুই শিশু সন্তানও। তাদের মাথায় ইট দিয়ে জখম করলে শিশুরা গুরুতর আহত হয় । ডাক-চিৎকার পড়লে স্থানীয় কমিশনার ও এলাকাবাসী তাদের উদ্ধার করে।

স্থানীয় ওয়ার্ড কমিশনার আল-আমিন সরকার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন, তাদের মধ্যে বহুদিন যাবৎ এ বিরোধ চলে আসছে। এ পুরো পরিবারটিই খারাপ প্রকৃতির। তারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজবাসীকে মানে না। তাদের মধ্যে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশংকা রয়েছে। তারা সবগুলো ভাই বিভিন্ন অপরাধের সাথে জড়িত। মহসিনের বিরুদ্ধে নারী নির্যাতন মামলাও আছে। সে ওয়ারেন্টভুক্ত আসামী বলেও জানান এলাকাবাসী।

এলাকার হাজী তাফাজ্জল হোসেন, ইদ্রিস আলী, মজিব বেপারী, আবুল হোসেন ও আকতার সরকার বলেন, রিগান গত ৫-৭ বছর পূর্বে তার পিতাকে কুপিয়ে পায়ের রগ কেটে ফেলে। এবং যেকোন মানুষকে দা দিয়ে আঘাত করার চেষ্টা করে। সে সবসময় মাদকাসক্ত থাকে। এলাকায় সে বহুদিন যাবৎ মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। রিগান যেকোন সময় যেকাউকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

 

Print Friendly, PDF & Email

Related Posts