নদীতে গোসল করতে গিয়ে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

রাসেল হোসেন, ধামরাই ( ঢাকা): ঢাকার ধামরাইয়ে শোলধন শামসুল আলম হাফিজিয়া মাদ্রসার মো:আব্দুর রহমান (১২)নামে এক ছাত্র নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে।
মঙ্গলবার (২২ আগষ্ট) বিকেলে গাজি খালি নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ঘটনা ঘটে।নিখোঁজের বাড়ী-ময়মনসিংহ জেলার ধুবাউড়া থানার গবিন্দপুর গ্রামের আবু সায়েদের ছেলে।
মাদ্রসার শিক্ষক মো: কামাল হোসেন জানান, গত কাল বিকেলে মাদ্রসার কয়েজন ছাত্র এক সাথে নদীতে গোসল করতে গেলে কিছু সময় পরে আব্দুর রহমানকে তার সহপাঠিরা দেখতে না পেয়ে মাদ্রাসায় শিক্ষকদের খবর দেয়।খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষকসহ এলাকাবাসিরা নদীতে খোঁজতে থাকে।অনেক খোঁজা খুজির পর ও তাকে পাওয়া যায়নি।পরে থানায় এক সাধারণ ডায়রী করা হয়েছে।
এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ(ওসি)রিজাউল হক (দিপু) বলেন, মাদ্রসার ছাত্র নিখোঁজের জিডি হয়েছে। তদন্ত করার পর বলা যাবে তবে এখন এই বিষয়ে কিছুই বলা যাচ্ছেনা।
Print Friendly, PDF & Email

Related Posts