বন্যার্তদের খাবার স্যালাইন দিবে জাবি শিক্ষার্থীরা

মুহাম্মদ মূসা, জাবি : দেশের উত্তর অঞ্চলে বন্যার্তদের জন্য বিনামূলে খাবার স্যালাইন সরবরাহের উদ্যোগ নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়ের কতিপয় শিক্ষার্থী।

ছাত্র ইউনিয়ন জাবি সংসদের উদ্যোগে চলছে স্যালাইন তৈরির এ কাজ।  নিজ হাতে এ সকল খাবার স্যালাইন তৈরি করতে গত তিনদিন ধরেই ব্যস্ত রয়েছেন তারা। ২০ হাজার মানুষের কাছে বিনামূলে স্যালাইন পৌঁছে দিতে কাজ করছেন তারা, এমনটি জানালেন স্যালাইন তৈরির অন্যতম সংগঠক এবং ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক নজির আহমেদ চৌধুরী জয়।

সরজমিনে দিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে একটি সংরক্ষিত কক্ষে কয়েকজন শিক্ষার্থী নিবির ভাবে কাজ করছেন। তাদের মাথায় স্ক্রাব টুপি, মুখে মাস্ক এবং হাতে গ্লাভস। এদের মধ্যে কেউ স্যালাইন তৈরির উপকরণ প্যাকেট ভর্তি করছেন, কেউ ওজন করছেন, কেউবা প্যাকেট গুলোতে বায়ু চলাচল রোধের কাজ করছেন। ১৫ গ্রাম ওজনের প্রত্যেকটি প্যাকেটে উৎপাদনের তারিখ ও বিশ্ববিদ্যালয়ের লোগো ব্যবহার করা হয়েছে।

স্যালাইন তৈরি উপকরণ মিশ্রণে নির্দেশনা ও মান দেখভাল করেছেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক ড. সুকল্যাণ কুমার কুন্ডু। ল্যাবরেটরিতে শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি এসকল স্যালাইনের তিনি সম্পর্কে বলেন, শিক্ষার্থীরা আমার কাছ থেকে পরামর্শ নিয়েছে এবং মানসম্পন্ন স্যালাইন তৈরির যাবতীয় যন্ত্র-উপকরণ সরবরাহ করা হয়েছে। এছাড়া স্যালাইন প্রস্তুতকারীদের সাথে ফার্মেসী বিভাগের এক শিক্ষার্থী সার্বক্ষনিক রয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি ইমরান নাদিম বলেন, আমরা বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগটি নিয়েছি। বন্যার্তদের সাহায্যে ছুটে যাওয়া বিভিন্ন সংগঠন ও জেলা সমিতি গুলোর মাধ্যমে আমরা বিভিন্ন অঞ্চলে স্যালাইনগুলো পৌছে দেব।

 

 

Print Friendly, PDF & Email

Related Posts