বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার ভোর ৫ টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও উরুগুয়ে। ঘরের মাঠে আর্জেন্টিনাকে আতিথ্য দেবে দক্ষিণ আমেরিকান দলটি। জয় পেতে হলে লিওনেল মেসিকে আটকানো ছাড়া কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন উরুগুয়ে ডিফেন্ডার ডিয়েগো গডিন।
বাংলাদেশ সময় শুক্রবার ভোরে আর্জেন্টিনা ও উরুগুয়ের মধ্যকার ম্যাচটি শুরু হবে। উরুগুয়ের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে থেকে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বের লড়াইয়ে পাঁচ নম্বরে রয়েছে আর্জেন্টিনা। শীর্ষ চারটি দল সরাসরি ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নেবে। পঞ্চম দলটিকে খেলতে হবে প্লে-অফ।
আর্জেন্টিনাকে হারাতে পারলে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়া অনেকটাই নিশ্চিত হবে উরুগুয়ের। জিততে হলে যে মেসিকে আটকানোর কোনো বিকল্প নেই সেটি জানান গডিন।
আর্জেন্টিনা ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অ্যাটলেটিকো মাদ্রিদ ডিফেন্ডার গডিন বলেন, ‘আমি টিম নিয়েই বেশি কথা বলবো। কিন্তু অবশ্যই মেসি সেরা খেলোয়াড়। দল এবং তার পজিশন কোনো ব্যাপারই নয়। এটি পুরো দলের দায়িত্ব।’
এরপর মেসিকে আটকানোর ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘অবশ্যই ডিফেন্সিভ কাজটা ভালোভাবে সামলাতে পারলে আমরা দারুণ কিছুই করতে পারবো। মেসিকে পাস দেয়া আটকাতে হবে, সে যেই পজিশনে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো নিষ্ক্রিয় করাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে এটা শুধু ডিফেন্ডারদের কাজ নয়; গোটা টিমের কাজ।’
ইনজুরির কারণে লুইস সুয়ারেজকে পাবে না উরুগুয়ে। অন্যদিকে মেসি, পাওলো দিবালা, মাওরো ইকার্দি এবং সের্জিও আগুয়েরোর মতো তারকা খেলোয়াড়দের নিয়েই মাঠে নামবে আর্জেন্টিনা।