আশা //
ভালোবেসে যে ফুল ফুটলো আজ রাতে
তাকে দিলাম চন্দ্রমা, নথের বালা
সময় শুদ্ধ করে একগুচ্ছ সোনালি পুষ্পদাম
আলো তাড়াতে না দেয়া দর্শনের মালা
কে বলতে পারে কবে থেকে কমেছে হৃদয়ের দাম?
তিনকোণা এক নদীর খাবনামা দেখে
থিতিয়ে পড়ার সাধ জাগলো যেই
বুকের উত্তরখণ্ড থেকে বেরিয়ে এলো মনের রস
যে যতোটা ভালোবাসে তারই দুশ্চিকিৎস্য কষ।
ভালোবাসার স্টার্টার থেকে বেরিয়ে আসে শরৎস্তম্ভ
হৃদয়ের দাম কমেনি বলে উচ্চারিত হওয়া আগুনে দম্ভ
অমরত্বপ্রিয় চোখের ফোঁটা, বেঁচে থাকার মিছিল
বুকের জলে জ্বলজ্বলে তৃতীয় নয়ন, অদেখা ঝিল
ভালোবেসে যে ফুলকে ফুটতে হবে আজ রাতেই
তার অন্য কোনো পিপাস্য নেই, ভাবনামেঘ নেই
সে শুধু জানে হৃদয়ের গ্রহে একজনই গৌরী চলমান
প্রতিদিনই ভবিষ্যত লাল হয়ে উঠে সেই আশাতেই