বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ লিগ শিরোপা ধরে রাখার অভিযানে ফের হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার সান্তিয়াগো বের্নাবেউয়ে স্থানীয় সময় দুপুরে হওয়া ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। লেভান্তের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ার পর লুকাস ভাসকেসের গোলে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের দল।
দেপোর্তিভো লা করুনাকে ৩-০ গোলে হারিয়ে লিগ শুরু করা রিয়াল গত ম্যাচে ঘরের মাঠে ভালেন্সিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল।
ঘরের মাঠে দ্বাদশ মিনিটে পিছিয়ে পড়ে রিয়াল। ডান দিক থেকে উড়ে আসা বল প্রথমে ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে পারেননি লোপেস আলভারেস। কিন্তু বলের উপর দৃষ্টি রেখে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডার দানি কারভাহালের বাধা এড়িয়ে দুরূহ কোণ থেকে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ এই ফরোয়ার্ড।
দুই মিনিট পর প্রথম সুযোগ পায় রিয়াল; কিন্তু ফাঁকায় বল পেয়ে শট নিতে দেরি করে ফেলেন করিম বেনজেমা। খানিক পর গোলরক্ষক বরাবর হেড করে তিনি।
২৮তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন বেনজেমা। বদলি নামেন গ্যারেথ বেল।
৩৬তম মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। কর্নারে সের্হিও রামোসের হেড পা দিয়ে ঠেকিয়েছিলেন গোলরক্ষক রাউল; কিন্তু বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বল গোলমুখ থেকে জালে ঠেলে দেন লুকাস ভাসকেস।
এই নিয়ে টানা ৭১টি প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করলো রিয়াল। সবশেষ গত বছর এপ্রিলে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোল করতে ব্যর্থ হয়েছিল ইউরোপের সফলতম ক্লাবটি।
বিরতির আগে দুই মিনিটের ব্যবধানে দুটি সুযোগ নষ্ট করেন বেল। ৪৩তম মিনিটে লক্ষ্যভ্রষ্ট হেডের পর পাল্টা আক্রমণে গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভেদে ব্যর্থ হন ওয়েলসের্ এই ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের দশম মিনিটে মার্কোস লরেন্তেকে তুলে দারুণ ছন্দে থাকা ইসকোকে নামান জিদান।
গোল পেতে মরিয়া রিয়াল শেষ দিকে টানা আক্রমণ করে গেলেও লেভান্তের জমাট রক্ষণে সুবিধা করতে পারেনি। গোলরক্ষক রাউলও যথেষ্ট প্রশংসার দাবিদার।
৮২তম মিনিটে পাল্টা আক্রমণে মার্কো আসেনসিও জোরালো শট ঝাঁপিয়ে ঠেকানার পর মার্সেলোর বিদ্যুৎ গতির শটও রুখে দেন গোলরক্ষক রাউল। মাঝে ইসকোর ক্রসে বেলের হেড একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
পরক্ষণেই কলম্বিয়ার মিডফিল্ডার লের্মাকে অহেতুক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন মার্সেলো। আর একেবারে শেষ দিকে টনি ক্রুসের শট রাউল ঠেকিয়ে দিলে পয়েন্ট হারানোর হতাশাতেই মাঠ ছাড়ে রিয়াল।
তিন ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৫। সমান সংখ্যক জয় ও ড্রয়ে লেভান্তের পয়েন্টও তাই।
এদিকে রাতে মাঠে নামবে বার্সেলোনা। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ এস্পানিওল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে একটায়। ন্যু ক্যাম্প থেকে যা সরাসরি সম্প্রচার করবে সনি টেন ২। এই ম্যাচে মাঠে নামবেন বার্সার কেনা নতুন তারকা ওসমানী দেম্বেলে। সে কারণে ভিন্ন আবহ পাচ্ছে ম্যাচটি।