রাতগুলো কেটে যায় মেঘমল্লারে
দিনগুলো হইহুল্লোড়ে-
রাতদিনের খেরোখাতা বয়ে বয়ে
মোহময় মেঘরাজ্যে বিচরণ আমার।
বর্ষা-আমি ঘনিষ্ট বন্ধু, সে অনেকদিন থেকে-
সাপনদীর মতো একেবেকে
আমি যেন এক চেনা বাংলাদেশ।
এইতো আমার জীবন-যৌবন,
এক জীবনের ব্যয়-অবশেষ।
কখনও ভাবি নদী কী জানে আমায়?
রাতের নিস্তব্দতায় বিশালত্ব আমার কাঁদে,
পাহাড়ের মতো ধারণ করে কান্নার জল
হয়ে থাকি স্থির অবিচল।
কতো হাওয়া চারপাশে আমার
দেহে দেহে কতো মাখামাখি;
ওষ্ঠজুড়ে চুমুদের তুমুল হইহুল্লোড়ে
বিগলিত হতে হতে ভাবি,
নশ্বর এই জগতে আমি কী এতটাই দামী!