জাবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মুহাম্মদ মূসা, জাবি : আজ বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি ২০১৭ উদ্বোধন করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম জাহাঙ্গীরনগর স্কুল ও কলেজ প্রাঙ্গনে জাকার‌্যান্ডা (নীল কৃষ্ণচূড়া) গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী ভাষণে উপাচার্য পরিবেশ রক্ষায় গাছের চারা রোপণ এবং পরিপূর্ণ বয়স হওয়ার আগে গাছ না কাটার পরমর্শ দেন।

উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মনজুরুল হক, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক প্রমুখ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে শিক্ষক, অফিসার, কর্মচারিগণ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, এবার বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে টিকোমা, দৈ গোটা, মেহগনি এবং অন্যান্য বনজ ও ফলজ সহ ৫ শ’ চারা রোপণ করা হবে।

Print Friendly, PDF & Email

Related Posts