বিডি মেট্রোনিউজ ডেস্ক ॥ লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় জিলতান শহরের একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ট্রাকবোমা হামলায় অন্তত ৬৫ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার আল-জাহফল প্রশিক্ষণ কেন্দ্রে ট্রাকবোমাটি বিস্ফোরিত হয়। এ সময় শত শত কর্মী সেখানে ভিড় করেছিল বলে জানান শহরটির মেয়র মিফতাহ লাহমাদি।
রয়টার্স জানিয়েছে, লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির শাসনামলে এ প্রশিক্ষণ কেন্দ্রটি সামরিক ঘাঁটি ছিল।
২০১১ সালে গাদ্দাফি উৎখাত হওয়ার পর থেকেই লিবিয়া পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে। ইসলামিক স্টেট (আইএস) সেখানে মাথা চাড়া দিচ্ছে বলে উদ্বেগ দেখা দিয়েছে।
বৃহস্পতিবারের বোমা হামলার শব্দ শোনা গেছে ৬০ কিলোমিটার দূরের মিসরাতা থেকেও। কয়েকটি সংবাদ সংস্থা নিহতের সংখ্যা আরও বেশি বলে উল্লেখ করেছে।