বার্সা পেল ২-১ গোলের জয়

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ লা লিগার প্রথম তিনটি ম্যাচ জিতে নতুন মৌসুমের শুরুটা ভালোভাবেই করেছিল বার্সেলোনা। তবে গতকাল শনিবার নিজেদের চতুর্থ ম্যাচে বেশ কঠিন পরীক্ষার মুখেই পড়তে হয়েছিল কাতালানদের। গেটাফের বিপক্ষে পয়েন্ট খোয়াতে বসেছিল বার্সা। শেষপর্যন্ত জয় পেলেও সে জন্য যথেষ্টই কষ্ট করতে হয়েছে বার্সেলোনাকে। ডেনিস সুয়ারেজ ও পাউলিনহোর করা গোলের সুবাদে বার্সা পেয়েছে ২-১ গোলের জয়।

নিজেদের মাঠে ম্যাচের প্রথম গোলটা করেছিল গেটাফে। ৩৯ মিনিটের মাথায় বার্সার জালে বল জড়িয়ে দিয়েছিলেন গেটাফের জাপানিজ মিডফিল্ডার গোকু। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করেছিল বার্সেলোনা। দ্বিতীয়ার্ধেও গোলের দেখা পেতে বার্সাকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। অপেক্ষা করতে হয়েছে ৬২ মিনিট পর্যন্ত। ম্যাচের সমতাসূচক গোলটি করেছেন আন্দ্রেস ইনিয়েস্তার বদলি হিসেবে মাঠে নামা ডেনিস সুয়ারেজ।

খেলায় সমতা ফেরালেও জয়সূচক গোলটির জন্য আবার বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে বার্সেলোনার সমর্থকদের। ৮০ মিনিট পর্যন্ত ১-১ ব্যবধানের সমতার পর অনেকেই হয়তো ধরে নিয়েছিলেন যে, পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হবে বার্সাকে। তবে চিত্রটা পাল্টে দেন ৭৭ মিনিটে ইভান রাকিতিচের বদলি হিসেবে মাঠে নামা পাউলিনহো। ৮৪ মিনিটের মাথায় দলের পক্ষে জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার।

লা লিগার প্রথম চারটি ম্যাচের চারটিতেই জয় দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান খুব ভালোমতোই নিজেদের দখলে রেখেছে বার্সেলোনা। অন্যদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ বেশ খানিকটা পিছিয়ে পড়েছে দুটি ম্যাচে ড্র করে। তিন ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে রিয়াল এখন আছে পয়েন্ট তালিকার ১১তম অবস্থানে।

Print Friendly, PDF & Email

Related Posts