বদরুজ্জামান জামান এর কবিতা

ছবির মত অংকিত অনতিব শহরে…

.

আমি যে পদচিহ্ন রেখে এসেছি ছবির মত অংকিত
‘অনতিব’ শহরে, এখন হয়তো তা মিলিয়ে গেছে।
আটলাণ্টিকের কূল বেয়ে স্হাপত্য শৈলীর মোহমগ্নতা
নৈসর্গিক  সৌন্দর্যের আলোয়ানে মোড়ানো ‘অনতিব’,
‘নিছ’, ‘কান’ শহর। উঁচু-নীচু টিলায় দাঁড়িয়ে থাকা সদ্য প্রসূতি
‘অলিভট্রি’ নুব্জ্য দেহে আমাকে অভিবাদন জানিয়েছিল।
কৃতজ্ঞস্পর্শিত  মুগ্ধতায় আমি ছুঁয়েছিলাম নবজাতক অলিভদের।
 

নিঝুম অনতিবের অদূরে ‘জোঁও লে পা’  সৈকতে
আমার মেয়ে ইয়াসনা মেতেছিল উল্লাসে;
নীল জলরাশি  ছুঁয়েছিল তাকে।
সমুদ্র ছোঁয়া আকাশ , নীল জলরাশি, রাস্তার ধারে
দাঁড়িয়ে  থাকা বৃক্ষসারির মুগ্ধতা কেড়েছিল সে।
সমুদ্র বিলাসীরা মেতেছিল অপরুপ সৌন্দর্য সম্ভোগে
আর আমি দেখছিলাম-  প্রকৃতির প্রণয় নৃত্যে
আমার মেয়ের চোখে মুখে পৃথিবীর সকল শিশুর উপচে-পড়া উল্লাস।

Print Friendly, PDF & Email

Related Posts