ইরানী লেখিকা ফারিবা ওয়াফি’র LiBeratur পুরস্কার লাভ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ইরানী লেখিকা “ফারিবা ওয়াফি” (Fariba Vafi) LiBeratur পুরস্কার লাভ করেছেন। এই সাহিত্য পুরস্কারটি জার্মানির Frankfurt-এর Litprom Association থেকে দেওয়া হয়! এই পুরস্কারটি “ফারিবা ওয়াফি”র দ্বিতীয় উপন্যাস “Tarlan”এর জন্য দেওয়া হয়েছে।

অন্য প্রতিযোগীরা ছিলেন দক্ষিণ কোরিয়া, কেনিয়া, লেবানন, ভারত, হাইতি ও সোয়াজিল্যান্ড ও সিঙ্গাপুরের সাহিত্যিক। বাংলাদেশ থেকে “কেউ” ছিলেন না।

বইটি জার্মান ভাষায় অনুবাদ করেন Jutta Himmelreich এবং জার্মানির Sujet Publications থেকে ২০১৫ সালে প্রকাশিত হয়। গল্পটিতে “তারলান” নামের এক বাচ্চা মেয়ের কথা বলা হয়েছে, যার সখ ছিলো সে লেখিকা হবে, কিন্তু সে তার জীবন শুরু করলো পুলিশ একাডেমিতে ভর্তি হয়ে।

LiBeratur Prize প্রতি বছর আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকার সাহিত্য উন্নয়নের ওপর দেয়া হয়।পুরস্কারটি আগামী অক্টোবর ১১ থেকে ১৫ তারিখের ভেতর Frankfurt Book Fair এ প্রদান করা হবে।

ছবিঃ Tarlan উপন্যাসের প্রচ্ছদ ও লেখিকা

সূত্রঃ Frankfurt Book Fair

(Siddique Mahmud এর সৌজন্যে)

Print Friendly, PDF & Email

Related Posts