বিডি মেট্রোনিউজ ডেস্ক ॥ বাবার মৃত্যুতে জম্মু ও কাশ্মীরের দায়িত্ব নিতে চলেছেন মেহবুবা মুফতি। রাজ্যের মুখ্যমন্ত্রীর শূন্য কুর্সিতে মুফতি-কন্যার বসার জল্পনা জোরদার হয়েছিল তাঁর দল পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র অন্যতম শীর্ষ নেতা মুজফফর হুসেন বেগের মন্তব্যে।
এই পিডিপি সাংসদ বলেন, পিডিপি-তে আমরা সবাই একমত, মুফতি সাহেবের উত্তরাধিকারী হবেন মেহবুবাই। তবে শেষ পর্যন্ত মেহবুবার মুখ্যমন্ত্রী পদে বসা নির্ভর করছে ক্ষমতাসীন জোটের শরিক বিজেপির সম্মতির ওপর।
বিজেপি ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, মুখ্যমন্ত্রী পদে কাকে বাছবে, সেটা পিডিপি-ই ঠিক করবে। এদিন পিডিপি বিধায়কদের একটি দল রাজভবনে গিয়ে রাজ্যপাল এন এন ভোরাকে লিখিত চিঠি দিয়ে জানায়, মেহবুবাকেই তাঁরা সর্বসম্মতিক্রমে দলনেতা বেছেছেন। ফলে তাঁর রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হওয়া নিশ্চিত হয়ে গিয়েছে।
বাবা জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মুফতি মহম্মদ সাইদ গত ২২ ডিসেম্বর থেকে অসুস্থ হয়ে এইমস হাসপাতালে ভর্তি ছিলেন । তাঁর বয়স হয়েছিল ৮০। সেখানেই বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ মারা যান তিনি।