রুবেল আহম্মেদ, পবিপ্রবি (পটুয়াখালী) : জাতিসংঘের সাধারণ সভায় বিশ্ব শান্তির মডেল ও রোহিঙ্গাদের পক্ষে ৫ দফা দাবি উপস্থাপন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
রবিবার সকাল ১১টায় মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে কৃষি অনুষদ ভবনের সামনে একটি সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
এসময় অন্যান্যদের মাঝে পবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি মোসায়েদুল ইসলাম সাদী ও সাধারন সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব বক্তব্য রাখেন।
বক্তারা এসময় রোহিঙ্গা সংকট মোকাবেলায় সকলকে প্রধানমন্ত্রীর পাশে থাকার আহবান জানান।#