চ্যাম্পিয়ন্স লিগেও বার্সেলোনার জয়রথ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ চ্যাম্পিয়ন্স লিগেও বার্সেলোনার জয়রথ চলছে। স্পোর্তিং লিসবনের মাঠে কষ্টের জয়ে গ্রুপের শীর্ষে আছে এরনেস্তো ভালভেরদের দল। বুধবার রাতে ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আত্মঘাতী গোলের সুবাদে ১-০ ব্যবধানে জিতেছে কাতালান দলটি।

ম্যাচের শুরু থেকেই বলের দখলে এগিয়ে থাকলেও ভালো কোনো আক্রমণ তৈরি করতে পারেনি বার্সেলোনা। অবশেষে ২৮তম মিনিটে আসে বড় সুযোগ। সের্হি রবের্তোর কাছ থেকে বল পেয়ে লুইস সুয়ারেস কাছের পোস্ট দিয়ে শট নিয়েছিলেন। গোলরক্ষক রুই পাত্রিসিওর দৃঢ়তায় গোল হয়নি। পরক্ষণেই সুয়ারেস ক্রস বাড়িয়েছিলেন লিওনেল মেসিকে। কিন্তু আর্জেন্টিনার ফরোয়ার্ডের হেডে বল যায় সোজা গোলরক্ষকের কাছে।

অবশেষে আত্মঘাতী গোলে ৪৯তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। মেসির ফ্রি-কিকে বল জটলার মধ্যে থাকা সুয়ারেসের মাথায় লেগে যাচ্ছিল গোলের উল্টো দিকে। কিন্তু ডিফেন্ডার সেবাস্তিয়ান কোয়াতেসের গায়ে লেগে তা জালে ঢুকে যায়।

৫৭তম মিনিটে আরেকটি সুযোগ এসেছিল বার্সেলোনার। সুয়ারেসের বাড়ানো বল ডি-বক্স বিপজ্জনক জায়গায় পেয়েছিলেন মেসি। কিন্তু শট নেওয়ার আগ মুহূর্তে স্লাইডিং ট্যাকল করে তার পা থেকে বল বিপদমুক্ত করেন তার সাবেক সতীর্থ জেরেমি ম্যাথিউ।

৭১তম মিনিটে পর্তুগিজ দলটি সমতায় ফিরতে পারেনি মার্ক-আন্ড্রে টের স্টেগেনের দৃঢ়তায়। ডি-বক্সের ভেতর থেকে ব্রুনো ফের্নান্দেসের জোরালো শট দক্ষতার সঙ্গে ঠেকান জার্মান গোলরক্ষক।

নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে গোলরক্ষককে একা পেয়েও ব্যবধান বাড়াতে পারেননি বদলি হিসেবে নামা ব্রাজিলের মিডফিল্ডার পাওলিনিয়ো। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল প্রথম ম্যাচে ৩-০ গোলে ইউভেন্তুসকে হারানো বার্সেলোনা।

‘ডি’ গ্রুপের অন্য ম্যাচে গনসালো হিগুয়াইন ও মারিও মানজুকিচের গোলে ২-০ ব্যবধানে গ্রিসের অলিম্পিয়াকোসকে হারিয়েছে ইউভেন্তুস। স্পোর্তিংয়ের সমান ৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে তৃতীয় স্থানে আছে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।

‘বি’ গ্রুপে নিজেদের মাঠে নেইমার, এদিনসন কাভানি ও দানি আলভেসের গোলে বায়ার্ন মিউনিখকে হারিয়েছে পিএসজি। ৩-০ গোলের দারুণ জয়ে ৬ পয়েন্ট নিয়ে  গ্রুপের শীর্ষেই থাকল ফরাসি দলটি।

গ্রুপের অন্য ম্যাচে বেলজিয়ামের অ্যান্ডারলেখটকে ৩-০ গোলে হারানো স্কটল্যান্ডের ক্লাব সেল্টিক বায়ার্নের সমান ৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানে আছে।

‘এ’ গ্রুপে জয়ের ধারা ধরে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোমেলু লুকাকুর জোড়া গোলে সিএসকেএ মস্কোর মাঠে ৪-১ গোলে জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জোসে মরিনিয়োর দল।

গ্রুপের অন্য ম্যাচে বেনফিকাকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়া সুইজারল্যান্ডের বাসেল ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানে মস্কো।

‘সি’ গ্রুপে আতলেতিকো মাদ্রিদের মাঠে দারুণ এক জয় পেয়েছে চেলসি। প্রথমার্ধে অঁতোয়ান গ্রিজমানের গোলে পিছিয়ে পড়ার পর আলভারো মোরাতা সমতা ফেরান। আর শেষ মুহূর্তে মিচি বাতসুয়াইয়ের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আন্তোনিও কোন্তের দল।

অন্য ম্যাচে কারাবাখকে ২-১ গোলে হারানো ইতালির ক্লাব রোমা ৪ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। আতলেতিকোর পয়েন্ট ১। কারাবাখের পয়েন্ট শূন্য।

Print Friendly, PDF & Email

Related Posts