বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া থেকে রেহাই পেল অজিরা। বেঙ্গালুরুতে চতুর্থ একদিনের ম্যাচে ২১ রানে জিতল অস্ট্রেলিয়া।
৩৩৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ভালই শুরু করে আজিঙ্কা রাহানে এবং রোহিত শর্মা। রাহানে (৫৩), রোহিত (৬৫) ছাড়াও কুলদীপ যাদবের অনবদ্য ৬৭ রান ইনিংস এদিন সবচেয়ে বেশি নজর কেড়েছে। হার্দিক পান্ডে (৪১) স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় ছিলেন। এরপরেও ম্যাচ ফিরিয়ে আনতে পারল না কোহলি ব্রিগেড।
অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমেই ওয়ার্নার-ফিঞ্চ জুটি ঝড় তোলে। ভারতের বোলিং ব্রিগেডকে কার্যত ধূলিসাত্ করে দেন তাঁরা। ডেভিড ওয়ার্নার ১২৪ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন। ১৩ তম সেঞ্চুরির এই ইনিংসটি ১২টি চার এবং ৪টি ছয়ে সাজানো ছিল।
অন্যদিকে অ্যারন ফিঞ্চ করেন ৯৪ রান। শেষে পিটার হ্যান্ডসকম ৩০ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলে অজিদের ৩০০ রানের গণ্ডি পার করে দেন। এদিন মহম্মদ শামি, হার্দিক পাণ্ডিয়া থেকে কুলদীপ যাদব সবাই অজি ব্যাটিংয়ের সামনে কার্যত আত্মসমর্পণ করেছেন। উমেশ যাদব ৪টি এবং কুলদীপ একটি উইকেট নেন।