বিডি মেট্রোনিউজ ॥ মূল্যছাড় আর দারুণ সব উপহারে জমে উঠেছে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত গ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৬। বৃহস্পতিবার শুরু হওয়া এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকছে।
শুক্রবার ছুটির দিন হওয়ায় অনেকেই পরিবারসহ মেলায় আসেন। সকালে মেলা শুরু হওয়ার সময়ই প্রবেশপথে ছিল দীর্ঘ লাইন। সবমিলে সারাদিনই মেলায় ছিল ক্রেতা ও দর্শনার্থীদের উপচেপড়া ভিড়।
মেলার অন্যতম আকর্ষণ কিস্তিতে আইফোন ৬এস ও ৬এস প্লাস কেনার সুযোগ। গ্রামীণফোন স্টার গ্রাহকদের মাসিক দুই হাজার ৫৬৩ টাকা এবং সাধারণ গ্রাহকদের পাঁচ হাজার ১২৫ টাকা কিস্তিতে এই আইফোন কেনার সুযোগ দিচ্ছে।
বিশেষ এই অফারে গ্রাহকরা অ্যাপলের এক বছরের ওয়ারেন্টি এবং হেভি ডিউটি ননস্টপ ইন্টারনেট প্যাকেজে ৫০ শতাংশ ছাড় পাচ্ছেন।
মেলা উপলক্ষে স্যামসাং দিচ্ছে ‘স্বপ্নপূরণ অফার’। স্যামসাংয়ের একটি স্মার্টফোন কিনলে গাড়ি বা এলইডি টেলিভিশনের মালিক হওয়ার সুযোগ রয়েছে। এছাড়া নগদ ৫০০ টাকা থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে কোম্পানিটি।
আন্তর্জাতিক বাজারে ‘আলোড়ন তোলা’ আসুসের জেনফোন ডিলাক্স মডেলের হ্যান্ডসেটটি এই মেলায়ও ক্রেতা-দর্শনার্থীদের নজর কেড়েছে।
চার জিবি র্যাম, ১২৮ জিবি মেমোরিসহ ৫ দশমিক ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লের এ স্মার্টফোন এনেছে আসুসের বাংলাদেশের ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। ফোনটির দাম ৪০ হাজার টাকা; সঙ্গে পাওয়া যাচ্ছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি।
১৭ হাজার ৭০০ টাকা দামের ফোনটি মেলায় চার হাজার টাকা ছাড়ে কেনা যাচ্ছে। মাত্র এক হাজার টাকায় বুকিংও দেওয়া যাচ্ছে দুই জিবি র্যাম ও ১৬ জিবি রমের এই হ্যান্ডসেট।
মেলায় জিওমি রেডমি টু চার হাজার টাকা কমে সাত হাজার ৭০০ টাকায় দিচ্ছে গ্যাজেট গ্যাং সেভেন। তাদের আনা জি৭ মডেলের ট্যাবলেট কম্পিউটারে ছাড় রয়েছে দুই হাজার টাকা; পাওয়া যাচ্ছে পাঁচ হাজার ৭০০ টাকায়।
মেলায় লেনোভো’র ট্যাব কিনলেই মিলছে আকর্ষণীয় টি শার্ট এবং তিন থেকে সাত হাজার টাকা পর্যন্ত ছাড়। আটটি মডেলের ট্যাবের প্রদর্শনী রয়েছে তাদের স্টলে।
বেশ কয়েকটি সেটে মূল্যছাড় ও ক্যাশব্যাক অফার দিয়েছে ‘দেশীয় ব্র্যান্ড’ ওকাপিয়া মোবাইল। সর্বোচ্চ দুই হাজার ২০০ টাকা ছাড় আর ৫০০ থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে তারা।
ওকাপিয়া মোবাইলের মার্চেন্টাইজ প্ল্যানার ও ডেপুটি ম্যানেজার তারিক হাসান বলেন, “দেশের ব্র্যান্ড হিসেবে সবার কাছে পৌঁছতে ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে মেলায় এমন অফার দেওয়া হচ্ছে। ক্রেতাদের ব্যাপক সাড়াও পাওয়া যাচ্ছে।”