স্মার্টফোন-ট্যাব মেলায় দারুণ সব অফার

মেলায় বিশ্বের জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাব পাওয়া যাচ্ছে। এতে অংশ নিয়েছে স্যামসাং, সিম্ফনি, হুয়াওয়ে, এলিট, হেলিও, স্টাইলাস, গোল্ডবার্গ, আসুস, লেনোভো, মাইসেল, টুইনমস, প্রেস্টিজিও, শাওমি, গ্যাজেট গ্যাং সেভেনসহ বিভিন্ন ব্র্যান্ড।
Print Friendly, PDF & Email

Related Posts