বিডিমেট্রোনিউজ ॥ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান বিকাশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বাংলাদেশের জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সাধারণ মানুষের কাছে বিকাশের সেবা সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং প্রতিষ্ঠানটির মূল্যবোধের প্রসারে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমে অংশ নিবেন মাশরাফি।
ঢাকার সেনানিবাস সংলগ্ন স্বাধীনতা টাওয়ারে বিকাশের প্রধান কার্যালয়ে সম্প্রতি তার সঙ্গে এই সংক্রান্ত চুক্তি সই হয় বলে বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জনপ্রিয় এই ক্রিকেটার বলেন, “ দেশের মানুষকে আর্থিক সেবার আওতায় নিয়ে আসার ক্ষেত্রে বিকাশের প্রচেষ্টার সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দিত।”
মাশরাফির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, “মাশরাফি শুধু খেলার মাঠেই সফল নন, তিনি লাখ লাখ বাংলাদেশির সামনে একজন আইকন। তার সততা, আবেগ, বিনয় এবং হার না মানা সংকল্প দেশের সাধারণ জনগোষ্ঠীকে সহজ, দক্ষ এবং নিরাপদে মোবাইল আর্থিক সোব প্রদানে বিকাশের প্রতিশ্রুতি ও মূল্যবোধের সাথে চমৎকারভাবে মিলে যায়।”