সৌরভের চ্যালেঞ্জ

মেট্রো নিউজ :সিএবি প্রেসিডেন্টের চেয়ারে বসেই ইডেনকে বিশ্বসেরা বানানোর সংকল্প সৌরভ গঙ্গোপাধ্যায়ের৷ বৃহস্পতিবার বিশেষ সাধারণ সভায় সৌরভকে ডালমিয়ার উত্তরসূরি বেছে নেন সিএবি সদস্যরা৷

এপ্রিল, ২০১৬ ক্রিকেটের নন্দনকাননে বসবে টি-২০ বিশ্বকাপ ফাইনালের আসর৷ তার আগে ইডেনকে বিশ্বের সেরা স্টেডিয়াম বানাতে চান মহারাজ৷ এদিন আনুষ্ঠানিক ভাবে সিএবি প্রেসিডেন্টের চেয়ারে বসে সৌরভ বলেন, ‘আমি বিশ্বের প্রায় প্রতিটি স্টেডিয়ামে ঘুরেছি৷ আমি জানি কোথায় কি সুবিধা রয়েছে৷ আমি নিশ্চিত আগামী তিন মাসে ইডেনকে বিশ্বের সেরা স্টেডিয়াম বানাতে পারব৷’ গত ২০ সেপ্টেম্বর জগমোহন ডালমিয়ার প্রয়াণে সিএবি প্রেসিডেন্টের চেয়ার ফাঁকা হয়৷

প্রাক্তন ভারত অধিনায়ককে সে চেয়ারে বসিয়ে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন সিএবি-র বিশেষ সাধারণ সভায় সৌরভের নাম সিলমোহর দেন সদস্যরা৷ সৌরভের জায়গায় সিএবি যুগ্ম-সচিবের চেয়ারে বসেন ডালমিয়া পুত্র অভিষেক ডালমিয়া৷ সবাইকে নিয়ে এক যোগে কাজ করতে চান মহারাজ৷

Print Friendly, PDF & Email

Related Posts