স্বপ্নের স্বাধীনতা
সেদিন রাতে স্বপ্নকে নিমন্ত্রণ করেছিলাম…
বলেছিলাম, ঠিক মধ্যরাতে চলে এসো দু’চোখের পাতায়…
তোমাকে বসতে দেবো।
তুমি আমার প্রহরগুলো গুনে গুনে পার করে
আমাকে নিয়ে যাবে অজানা কোনো রাজ্যে!
যেখানে সুখ আর আনন্দরা বসবাস করে।
স্বপ্ন আমাকে কথা দিয়েছিল আসবে বলে।
কিন্তু যান্ত্রিক কোলাহলের অসভ্যতার মাঝে
আমার ঘুমই যে এলোনা,
স্বপ্নও তাই আসেনি!
সেই কবে যে শেষ স্বপ্ন দেখেছি মনেই পড়ছে না!
স্বপ্ন রঙিন না সাদাকালো তাও মনে নেই…
আচ্ছা এখন কি কেউ স্বপ্ন দেখে??
একবার ভাবি মানুষগুলো ঘুমায়
স্বপ্ন দেখার জন্য নয়;
যতক্ষণ চোখে ঘুম না আসে যান্ত্রিকতায়
ডুব দিয়ে ডিজিটাল স্বপ্ন বানানোর চেষ্টায়…!
কখন যে আমার আমি ছিনতাই হয়ে গেছি
বুঝতেই পারিনি!!
আজ আর কোন স্বপ্নের ফেরিওয়ালার
হাঁকডাক শুনি না…
“স্বপ্ন নেবে গো স্বপ্ন
একটা দু’টো স্বপ্ন… সস্তায় দেবো…”!
আমায় তুমি কি একটা স্বপ্ন দেবে? কিনবো…
তুমি যে দাম চাও তাই দেবো,
দাওনা গো এক টুকরো স্বপ্ন…
আমি আবার স্বপ্ন দেখতে চাই,
আবার ফিরে পেতে চাই
আমার স্বপ্নের স্বাধীনতা।
যান্ত্রিক স্বপ্ন প্রতিনিয়ত আমার আমাকে হত্যা করে চলেছে…
আমি যে আমার আমাকেই
খুঁজে পাচ্ছি না কোথাও!
দাওনা গো ফিরিয়ে
আমার স্বপ্নগুলোকে…
আমি প্রকৃতির কোলে ফের ঘুমুতে চাই,
নিষ্পাপ সতেজ স্বপ্ন দেখতে চাই।
৪•১০•২০১৭