সাহিত্যে নোবেল জিতলেন কাজুও ইশিগুরো

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ২০১৭ সালে সাহিত্যে নোবেল জিতেছেন ব্রিটিশ লেখক কাজুও ইশিগুরো। সুইডিশ কমিটির পক্ষ থেকে এই ব্রিটিশ লেখকের ব্যাপক প্রশংসা করে বলা হয় হয় “এই লেখক নিজের আদর্শ ঠিক রেখে, আবেগপ্রবণ শক্তি দিয়ে বিশ্বের সঙ্গে আমাদের সংযোগ ঘটিয়েছেন”।

আটটি বই লিখেছেন তিনি, আর এই আটটি বই মোট চল্লিশটি ভাষায় অনূদিত হয়েছে। কাজুও ইশিগুরোর উপন্যাসগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ‘দ্য রিমেইন্স অব দ্য ডে’ এবং ‘নেভার লেট মি গো’। এ দুটো উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রও তৈরি করা হয়েছে।

সাহিত্যে নোবেল জয়ের পর কাজুও ইশিগুরো তাঁর প্রতিক্রিয়ায় জানান “আমি অবাক হয়েছি, হতবিহ্বল হয়ে পড়েছি”।

নোবেল জয়ের পর বিবিসির পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান এখনো নোবেল কমিটির কেউ কাজুও ইশিগুরোর সঙ্গে যোগাযোগ করেননি। এটা ভুয়া কোনো খবর কিনা সে বিষয়েও তিনি নিশ্চিত নন।

“এটা অবশ্যই দারুণ সম্মানের বিষয়, এমন পুরস্কার জয় করা মানে বড় বড় লেখকদের পাশে আমাকে দাঁড় করানো।যারা বিশ্বজুড়ে দামী লেখক, তাদের কাতারে আমাকে রাখা হচ্ছে- এটা অবশ্যই অনেক প্রশংসনীয়”।

Print Friendly, PDF & Email

Related Posts