বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ মালয়েশিয়ার উত্তর-পূর্বাঞ্চলের পেনাং প্রদেশের জর্জ টাউন এলাকায় ভূমিধসের ঘটনায় তিন বাংলাদেশিসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পেনাং ফায়ার সার্ভিস।
এছাড়া সেখানে নিখোঁজ রয়েছেন বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকসহ অন্তত ১২ শ্রমিক। রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় আজ শনিবার সকালে পেনাংয়ের রাজধানী জর্জ টাউনের তানজুং বাংগার লেংকক লেম্বা পারমাই এলাকার একটি নির্মাণাধীন ভবনে এই ভূমিধসের ঘটনা ঘটে।
সেখানকার স্থানীয় এক কর্মকর্তা সংস্থাটিকে জানায়, ভূমিধসের ঘটনায় ধ্বংসস্তুপের নিচ থেকে চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া দুই শ্রমিক সামান্য আহত অবস্থায় ধসস্থল থেকে বেরিয়ে এসেছেন। নিখোঁজ রয়েছেন অারো ১২ শ্রমিক। হতাহতের শিকার শ্রমিকরা বিদেশি বলে ধারণা করছেন তিনি।