বিডি মেট্রোনিউজ ॥ ওঠা-নামার মধ্য দিয়ে যাচ্ছে স্বর্ণের দেশি বাজার। সদ্য সমাপ্ত বছরে অন্তত ৯ দফা দাম ওঠা নামা করেছে। এরমধ্যে ছয় বারই দর কমে, বাড়ে তিন বার। গত বছরেরর শেষ দিকে পর পর দু’দফায় দাম কমানোর পর নতুন বছরে প্রথম বারের মত স্বর্ণের দাম বাড়ানো হয়েছে সোমবার। এ দফায় দাম বেড়েছে ভরিতে এক হাজার ২০০ টাকার মত।
সোমবার আন্তর্জাতিক বাজারে আউন্স প্রতি স্বর্ণের দর ছিল এক হাজার ১০৪ ডলার। নতুন ঘোষণায় সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট প্রতিভরি স্বর্ণের দর নির্ধারণ করা হয়েছে ৪২ হাজার ৫১৫ টাকা। এতদিন এর দাম ছিল ৪১ হাজার ২৯০ টাকা। অর্থাৎ দাম বাড়ল এক হাজার ২২৫ টাকা।
স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাজুসের কার্যনির্বাহী কমিটির সোমবারের সভায় স্থানীয় এবং আন্তর্জাতিক বাজার দর পর্যালোচনা করে দর বাড়ানোর সিদ্ধান্ত হয়। সভার বরাত দিয়ে সংগঠনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার থেকে নতুন দর কার্যকর হবে।
নতুন ঘোষণায় ২১ ক্যারেট মানের প্রতিভরি স্বর্ণের দাম ৩৯ হাজার ১৯১ টাকা থেকে বাড়িয়ে ৪০ হাজার ৪১৫ টাকা করা হয়েছে। ৩২ হাজার ৫৪২ টাকা থেকে বাড়িয়ে ৩৩ হাজার ৭৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে ১৮ ক্যারেট মানের প্রতিভরি স্বর্ণের দাম। সনাতনি স্বর্ণের দর ২১ হাজার ৪৬২ টাকা থেকে বাড়িয়ে ২২ হাজার ৬৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন করে নির্ধারণ করা হয়েছে রুপার দরও। প্রতিভরি রুপার দর ৮৭৫ টাকা থেকে বাড়িয়ে ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।