বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ তিনদিনের জমজমাট সাহিত্য উৎসব ৷ শুক্রবার সন্ধা ৬ টায় প্রদীপ জ্বালিয়ে এপিজে বাংলা সাহিত্য উৎসবের শুভ উদ্বোধন করেন জ্ঞানপীঠ প্রাপ্ত কবি শঙ্খ ঘোষ। অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের জনপ্রিয় উপন্যাসিক ইমদাদুল হক মিলন। এই নিয়ে তৃতীয় বর্ষে পড়ল সাহিত্য উৎসব৷
শুক্রবার উৎসবের স্বাগত ভাষণ দেন সঞ্জীব চট্টোপাধ্যায়। কলকাতার পার্ক স্ট্রিটে পার্ক হোটেলের পাশে এপিজে লনে এই উৎসব শেষ হবে আজ ৫ নভেম্বর রোববার ।
অক্সফোর্ড বুকস্টোর ও পত্রভারতীর যৌথ উদ্যোগে প্রথম বার এপিজে বাংলা সাহিত্য উৎসব শুরু হয় ২০১৫ সালে। অন্যান্য বছরের মতো এবারও গল্প-উপন্যাস থেকে কবিতা, রম্যরচনা থেকে সিনেমা– সবকিছু নিয়ে বিতর্ক-আড্ডায় জমজমাট এপিজে বাংলা সাহিত্য উৎসব।
নানা বিষয়ের সাহিত্য তর্ক এবং সাহিত্য আড্ডায় অংশগ্রহণ করবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, নবনীতা দেবসেন, সমরেশ মজুমদার, সুবোধ সরকার, ব্রাত্য বসু, প্রচেত গুপ্ত, শ্রীজাত, অরিন্দম শীল, পরমব্রত চট্টোপাধ্যায় এবং আরও অনেকে।