ইংল্যান্ডে সৌভাগ্যের প্রতীক যে গাছ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥  ছত্রাকের আক্রমণে ইংল্যান্ডের মাটি থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে সে দেশের ঐতিহ্য হিসেবে পরিচিত একের পর এক অ্যাশ গাছ।

“ওক বিফোর অ্যাশ, উই আর ইন আ স্প্ল্যাশ/ অ্যাশ বিফোর ওক, উই আর ইন ফর আ সোক”

ইংল্যান্ডে জনপ্রিয় এই ছড়াটির অস্তিত্বই এবার লোপ পেতে চলেছে। যদি অ্যাশ গাছই না থাকে, তাহলে এই ছড়াটিই বা থাকবে কীভাবে।

প্রাচীন কাল থেকেই ওক এবং অ্যাশ গাছের ফুল দেখে আবহাওয়ার পূর্বাভাস পেতেন সে দেশের বাসিন্দারা। গাছগুলি তাঁদের কাছে সৌভাগ্যের প্রতীক।

এখনও তাঁরা বিশ্বাস করেন, ওক গাছে আগে ফুল ধরলে হাল্কা বৃষ্টিপাত হবে, আর যদি অ্যাশ গাছে আগে ফুল ফোটে, তাহলে মুষলধারে বৃষ্টির সম্ভাবনা। কিন্তু, বর্তমানে যেভাবে এই অ্যাশ গাছ বিলুপ্তির দিকে এগিয়ে যাচ্ছে, তা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে পরিবেশবিদ থেকে শুরু করে সাধারণ মানুষের।

Print Friendly, PDF & Email

Related Posts