জাবিতে যৌন নিপীড়ন ও ধর্ষণ বিরোধী সমাবেশ

মুুহাম্মদ মূসা, জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন ও ধর্ষণ বিরোধী সমাবেশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। বুধবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে দেশের প্রথম নারী উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেছেন, ‘হঠাৎ করে নারীবাদ বাস্তবায়ন সম্ভব নয়। নারীবাদ ধাপে ধাপে বাস্তবায়ন করতে হবে। পুরুষকে সঙ্গে নিয়েই নারীর অগ্রযাত্রাকে বেগবান করতে হবে।’
এ সময় তিনি আরও বলেন, ‘ধর্ষণ একটি মানবতাবিরোধী অপরাধ। অপরাধীকে পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপশি ধর্ষিতা নারীর প্রতি সংবেদনশীল হয়ে তার পাশে দাঁড়াতে হবে।’
সমাবেশে বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক রেখা সাহা বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু নারীর প্রতি সহিংসতা কমেনি। নারীকে উন্নয়নের স্বপ্ন দেখাতে সহিংসতা রোধে সকলকে এগিয়ে আসতে হবে।’
সাভার জেলার সাংগঠনিক সম্পাদক শাহানা জাহান সিদ্দিকার সঞ্চালনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক রাশেদা আখতার, সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক সামসুন্নাহার খানম, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য  রেহানা ইউনুস, অ্যাড. মাকসুদা আখতার ও উম্মে সালমা বেগম প্রমুখ সামাবেশে বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, ‘ যৌন নিপীড়ন ও ধর্ষনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোল; নারী-পুরুষের সমতাভিত্তিক মানবিক সমাজ-রাষ্ট্র গঠন কর’ এই আহবান জনিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ প্রতি বছরের ন্যায় এবারও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্ভর থেকে ১০ ডিসেম্বর) ও বিশ্ব মানবাধিকার দিবস ২০১৭ পালন করছে।
Print Friendly

Related Posts