জাবিতে খেলার মাঠে শিক্ষার্থীদের মারামারি, আহত ৭

মুহাম্মদ মূসা, জাবি : জাহাঙ্গীররনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) খেলার মাঠে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে মারামারিতে আহত হয়েছে ৭ শিক্ষার্থী। গুরুতর আহত জনি ল্যাং বাং (৪২ব্যাচ) বিশ্ববিদ্যালয়ের আল বেরুনী হলের আবাসিক শিক্ষার্থী। তাকে সাভারের এনাম মেডিকেলে চিকীৎসাধীন রাখা হয়েছে।
এছাড়া একই হলের আহত আরও ছয় শিক্ষার্থী হলেন- বিপুল সাহা (৪২ ব্যাচ), রাজিবুল বারি উচ্ছাস (৪২ ব্যাচ), আব্দুল্লাহ আল মামুন (৪৩ ব্যাচ), জামশেদ আলম (৪৩ ব্যাচ),
আসাদুল্লাহ আসাদ (৪৩ ব্যাচ) ও শাহ মো. আলামিন (৪৪ ব্যাচ)। এদেরকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকীৎসা দেয়া হয়েছে।
বুধবার বিকাল ৫টার দিকে আন্তঃ হল ফুটবল টুর্ণামেন্টকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মীর মশাররফ হোসেন হল ও আলবেরুনী হলের শিক্ষার্থীদের
মাঝে মারামারির এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুই হলের মধ্যে নকআউট পর্বের খেলা চলছিল। খেলা শেষ হওয়ার মাত্র তিন মিনিট আগে আল বেরুনী হল টিমের এক খেলোয়াড় ফাউল করলে মীর মশাররফ হোসেন হল টিমের খেলোয়াড় সালমান আঘাত পায়। সে উত্তেজিত হয়ে গালি দিলে অপর পক্ষের খেলোয়াড় জনি ল্যাং বাং তাকে লাথি মারে। এতে দর্শক সারিতে থাকা দুই হলের শিক্ষার্থীরা মারামারিতে জড়িয়ে পরে। পরবর্তীতে প্রক্টরিয়াল বডি এবং শিক্ষকদের সহায়তায় মারামারি বন্ধ হয়।
এ ঘটনায় বিচার দাবি করে আল বেরুনী হলের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছে।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, আমি অভিযোগ পেয়েছি। দুই হলের শিক্ষার্থীদের সাথে কথা বলে সমঝোতা করা হবে।
Print Friendly

Related Posts