জাবিতে ৪ দিনব্যাপী আবৃত্তি উৎসব

মুহাম্মদ মূসা, জাবি :  ‘ধ্বনি হও, শব্দ হও, কবিতার স্বচ্ছ স্বভাবে’ শ্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪দিনব্যাপী ‘আবৃত্তি উৎসব ২০১৭’ আয়োজন করছে আবৃতি সংগঠন ‘ধ্বনি’।
উৎসবের সূচনা হবে আগামী ১৮ ডিসেম্বর (সোমবার) বিশ্ববিদ্যালয়ের অমর একুশে’র পাদদেশে উদ্বোধনী শোভাযাত্রার মাধ্যমে। উৎসবটি চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। সংগঠনটির সভাপতি সাইফুল ইসলাম আকাশ এ তথ্য নিশ্চিত করেছেন।
উৎসবের প্রথম দিনে থাকছে ঢাকা প্রযোজনায় ‘কথামানবী’। এ দিনে বস্তুবাদী আবৃত্তি তত্ত্বের জনক অধ্যাপক তারিক সালাহ্ উদ্দীন মাহমুদকে সম্মাননা প্রদান করা হবে। দ্বিতীয় ও তৃতীয় দিনে ধ্বনির প্রযোজনায় থাকছে ‘কথোপকথন’ এবং ‘দেবদাস’। ।
এ ছাড়া উৎসবের শেষ দিনে (২২ ডিসেম্বর) ধ্বনির সাবেক ও বর্তমান সদস্যদের উপস্থিতিতে পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।
Print Friendly

Related Posts