জাবিতে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোর মিছিল

মুহাম্মদ মূসা, জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মোমবাতি প্রজ্বলন ও আলোর মিছিল করেছে শিক্ষার্থীরা।
ছাত্র ইউনিয়ন জাবি সংসদের উদ্যোগে বৃহস্পতিবার (১৪ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বর থেকে মিছিলটি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক হয়ে মিছিলটি শহীদ মিনারে গিয়ে শেষ
হয়।
পরে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি ইমরান নাদিম, সাধারণ সম্পাদক নজির আমিন চৌধুরী জয়, সহ-সভাপতি ওলিউর রহমান সান, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ দিকে বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের গ্যালারীতে তিন দিনব্যাপী ‘মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী’ শুরু হয়েছে। ছাত্র ইউনিয়ন জাবি সংসদ আয়োজিত এ
প্রদর্শনী চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।
Print Friendly

Related Posts