জাবিতে তিন দিনব্যাপী বিজয় মেলা চলছে

মুহাম্মদ মূসা, জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে তিনদিন ব্যাপী ‘বিজয় মেলা’ শুরু হয়েছে। শুক্রবার সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম টিএসসি প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী ভাষণে উপাচার্য বলেন, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের ৪৬ বছরের অর্জন অনেক গৌরবের। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ এখন অনেক সম্ভাবনার দেশ। তিনি সকল সম্ভাবনা বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পরিচালক অধ্যাপক বশির আহমেদ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মনজুরুল হক।
মেলা উদ্বোধনের পর উপাচার্য মেলার বিভিন্ন স্টল এবং ক্যাফেটেরিয়া চত্ত্বরে আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন।
Print Friendly

Related Posts