এইতো চলছে ছকে বাঁধা জীবন। সবার মতই
আমিও আটকে আছি আবর্তে। প্রত্যুষে গৃহত্যাগ আর
সন্ধ্যায় নীড়ে ফেরা পাখি খেলা করে আঁখিতে আমার।
আমি আর পাখি, পাখি আর আমি, খুব মাখামাখি।
পাখিরা কী হাসে, পাখিরা কী কাঁদে-
পাখিরাও কী আটকে আছে আমাদের মতো ফাঁদে!
তাকালেই দেখি চারিদিকে শুধু ফাঁদ আর ফাঁদ, আর
ফাঁদের আড়ালে মিটিমিটি হাসে কাড়ি কাড়ি অপবাদ।
যে ফাঁদ বড় সবচেয়ে তার নাম মায়া, বড় মায়াময়
এই বিশাল ভূবন। মায়াই বাঁধন, মায়াই জীবন-
মায়ায় পড়ে মায়ার গাড়িতে এই বাড়ি থেকে সেই বাড়িতে
ছুটে ছুটে যাই, নিজেকে হারাই, সুখ খুঁজে পাই।
হোক ফাঁদ, হোক অপবাদ, লয়-ক্ষয় যা হয় হোক
সব মেনেই- এ চিড়িয়াখানাই আমার প্রিয় অমৃতলোক।
ঢাকা, ২১ ডিসেম্বর ২০১৭