মেট্রো নিউজ : বাঙালি মেয়েদের তো চোখেই যাদু। তাই চোখ নিয়ে খুব সেন্সিটিভ বাঙালি মেয়েরা। জামা-কাপড় যতই সুন্দর হোক, আই মেকআপ ভাল না হলে ঠিক মন ভরে না। হাতে মাত্র মিনিট দুই সময়৷ দু’মিনিটেই সেরে নিন আই মেকআপ।
সবার আগে চোখটা ভাল করে ঠাণ্ডা জলের ঝাপটা দিয়ে ধুয়ে নিন চোখ৷ তারপর আঙুলে একটু কমপ্যাক্ট নিয়ে চোখের উপরের আইলিডে লাগিয়ে নিন৷
হালকা শেডের অর্থাৎ পিঙ্ক বা মভ কালারের আইশ্যাডো নিয়ে চোখের উপরের লিডে লাগিয়ে নিন৷ অন্য কোন হালকা শেড ও বেছে নিতে পারেন৷
এবার চোখের উপরের ও নীচের আইল্যাশে মাশকারা লাগিয়ে নিন৷
তারপর ভুরু দুটো সরু কোন তুলি দিয়ে টেনে শেপটা ঠিক করে নিন৷ আইব্রো যদি হালকা হয়, তাহলে তুলিতে হালকা খয়রি বা ডিপ ব্লু রংয়ের আইশ্যাডো নিয়ে ভালো করে ভুরু আঁকুন৷
মনে রাখবেন, চোখের মেকআপের ক্ষেত্রে ভুরু কিন্তু খুব ইম্পর্ট্যান্ট৷ ভাল করে আইব্রো করা থাকলে মেকআপ ছাড়াই চোখদুটো মায়াবি ও আকর্ষক দেখায়৷ তাই চেষ্টা করুন নিয়ম করে আইব্রো প্লাক করে শেপ বজায় রাখতে, তা হলে লাস্ট দু’মিনিটে বেশি খাটতে হবে না৷
হাতে যদি আর একটু সময় থাকে,তাহলে একটু কাজল নিয়ে চোখের নীচের আইলিডে বাইরের দিক করে লাগিয়ে নিন৷ এতে চোখ উজ্জ্বল দেখাবে৷
সো গার্লস গেট রেডি ফর প্যান্ডেল হপিং৷