পেপসি আউট, আইপিএল-এর টাইটেল স্পনসর চিনের ভিভো

মেট্রো নিউজ : চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) টাইটেল স্পনসর থেকে পেপসি আউট।তার জায়গায় টাইটেল স্পনসর হচ্ছে চিনা বৈদ্যুতিন পণ্য উৎপাদক সংস্থা ভিভো। আগামী দু’বছরের জন্য ভিভোর সঙ্গে চুক্তি হল বিসিসিআই-এর।

২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত পেপসির সঙ্গে ৩৯৬ কোটি টাকার চুক্তি ছিল বিসিসিআই-এর। কিন্তু গত কয়েক বছরে একের পর এক ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির সঙ্গে আইপিএলের নাম জড়িয়ে যাওয়ার পর থেকে উভয় পক্ষের সম্পর্কে চিড় ধরে। বেটিং কেলেঙ্কারির জেরে গত জুলাই মাসে সুপ্রিম কোর্টের নির্দেশে দু’বছরের জন্য আইপিএল থেকে নির্বাসিত হয় রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। এরপরে বেঁকে বসে পেপসিকো। আইপিএল থেকে নিজেদের নাম সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

এ মাসের প্রথমেই বিসিসিআইকে নোটিস পাঠায় পেপসি। অভিযোগ করে এই কেলেঙ্কারি রোধে বোর্ডের ভূমিকা মোটেও সদর্থক নয়। তাদের মতে বেশ কিছু ক্ষেত্রে বোর্ডের ভূমিকা পক্ষপাতদুষ্ট। আইপিএলের টাইটেল স্পনসর হওয়ায় এতে কলঙ্কিত হচ্ছে পেপসির নামও। তাই তারা আর এই লিগের সঙ্গে নিজেদের নাম জড়াতে চায় না।

 

 

Print Friendly, PDF & Email

Related Posts