আপনার আজকের রাশিফল ॥ ৫ মে

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥  আপনার আজকের রাশিফল : মে ২০১৮

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)

আজ মেষ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে দূর যাত্রার যোগ প্রবল। পিতার সাহায্য পেতে পারেন। বিদেশ যাত্রার যোগ উত্তম। ভাগ্যউন্নতিতে কোনও শিক্ষকের সাহায্য পেতে পারেন। তবে কোনও কারণে মানসিক সমস্যা দেখা দিতে পারে৷ মন ভারাক্রান্ত থাকবে৷ ছোট ভাই বোনের বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনায় অগ্রগতির সম্ভাবনা।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)

আজ বৃষ রাশির জাতক জাতিকার দিনটি কিছুটা ঝামেলাপূর্ণ। কোনো বন্ধু বা পরিচিতজনের অসুস্থতার কারণে হাসপাতালে দেখতে যেতে পারেন। বাড়ীতে পাওনাদারের আগমন হতে পারে। রাস্তাঘাটে সতর্কতার সাথে চলাফেরা করুন। অহেতুক পুলিশী গ্রেফতার বা হয়রানির আশঙ্কা দেখা দিতে পারে। মানসিক অস্থিরতায় ভুগতে পারেন। রক্তপাতের সম্ভাবনা৷

মিথুন (২২ মে – ২১ জুন)

আজ মিথুন রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে না। সকাল সকালই দাম্পত্য কলহের সম্মূখীন হতে হবে। অংশীদারী ব্যবসায় অংশিদারের সাথে কোনও বিরোধে জড়িয়ে পড়তে পারেন। ব্যবসায়ীদের আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোনো আত্মীয়র বাড়িতে বেড়াতে গেলে অপমানিত হতে পারেন।

কর্কট (২২ জুন – ২২ জুলাই)

কর্কট রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। শারীরিক অবস্থা ভালো যাবে না। পারিবারিক ও কর্মস্থল সম্পর্কিত কোনও বিষয় নিয়ে খুব চিন্তার মধ্যে থাকবেন। রক্তচাপ বৃদ্ধি পাবে। ব্যবসায়ীরা কোনো কর্মচারীর কারণে বড় ধরনের লোকসানে পড়তে পারেন। আজ অনৈতিক সম্পর্কের কারণে দাম্পত্য কলহের আশঙ্কা প্রবল।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)

সিংহ রাশির জাতক জাতিকাদের দিনটি মিশ্র যাবে। সন্তানের পড়াশোনা নিয়ে ব্যস্ত হতে পারেন। শিল্পী ও কলাকুশলীদের আজ কাজ কর্মে বহু বাধা বিপত্তি দেখা দেবে। রোমান্টিক সম্পর্কে অকারণে ভুল বোঝাবুঝির আশঙ্কা প্রবল। সৃজনশীল পেশাজীবীদের আয় উন্নতি বাধা গ্রস্ত হতে পারে। আয়ের সুযোগ পেতে পারেন।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

কন্যা রাশির জাতক জাতিকাদের দিনটি ঝামেলাপূর্ণ। পারিবারিক পরিবেশ ভালো যাবে না। আর্থিক সঙ্কট প্রকট হতে পারে। কোন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আত্মীয় বিরোধের আশঙ্কা প্রবল। আজ যানবাহন নিয়ে ঝামেলায় পড়তে পারেন। মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। প্রত্যাশিত কাজে বাধা বিপত্তি লেগে থাকবে।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

তুলার জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনও প্রতিবেশীর সাথে বিরোধ দেখা দেবে। বস্ত্র ব্যবসায়ীদের আশানুরুপ আয়ের যোগ নেই। ছোট ভাই বোনের শরীর স্বাস্থ্য বা সাংসারিক অশান্তি নিয়ে আপনার দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। বিকালের দিকে কোনও ঝামেলাপূর্ণ সংবাদ পেতে পারেন।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি আর্থিক অনিশ্চয়তায় কাটবে। বকেয়া টাকা আদায়ের যোগ কম। কোনও ব্যবসায়ীক লেনদেনে প্রতারিত হবার আশঙ্কা রয়েছে। আজ কোনও আপ্যায়ণে গিয়ে অসুস্থ হয়ে পড়তে পারেন। কারও সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ার আশঙ্কা প্রবল। পেটের ব্যাথায় ভুগতে পারেন।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

আজ ধনু রাশির জাতক জাতিকার দিনটি ঝামেলা পূর্ণ। শরীর স্বাস্থ্য আজ ভালো যাবে না। কোনও ধরনের কাটাছেড়া বা অস্ত্রপচারের সম্মূখীন হতে পারেন। ব্যবসা বাণিজ্যে ভালো আয় রোজগার হবে না। কোনো কাজের লোকের কারণে কিছু অর্থ নষ্ট হতে পারে। গোপন শত্রুতার শিকার হবেন।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

মকর রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। বিদেশ সংক্রান্ত বিষয়ে কোন ভালো ঘটনা ঘটতে পারে। ব্যবসায়ীক কাজে ভ্রমনের সুযোগ পেতে পারেন। পায়ে বা কোমড়ে আঘাত পাবার আশঙ্কা প্রবল। বিদেশ থেকে কোনও সংবাদ পেতে পারেন। ট্রাভেল এজেন্সী ও ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো আয় হতে পারে।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

আজ কুম্ভর জাতক জাতিকাদের দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনও বন্ধুর সাথে দেখা হওয়াতে আনন্দ পাবেন। বাড়ীতে বড় ভাই এর সাথে দেখা হতে পারে। বড়দের কাছ থেকে ধন লাভের যোগ বলবান। ব্যবসা বাণিজ্যে কিছু ঝামেলা হতে পারে। প্রেমে প্রতারিত হবার আশঙ্কা প্রবল।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

আজ মীন রাশির জাতক জাতিকাদের দিনটি মিশ্র সম্ভাবনাময়। রাজনৈতিক ও সাংগঠনিক কাজে ঝামেলা দেখা দেবে। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেলেও শত্রুতার কারণে বদনাম রটার আশঙ্কা প্রবল। রাজনৈতিক কাজে সাফল্য পেতে পারেন। শিল্প উদ্যোক্তারা আজ কোনও কারখানা উদ্বোধন করতে পারেন। পেট ও চোখের সমস্যায় ভুগতে হতে পারে।

Print Friendly, PDF & Email

Related Posts