মাইলস্টোনে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ

বিডি মেট্রোনিউজ  মাইলস্টোন কলেজ থেকে এ বছর অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের প্রবেশপত্র বিতরণ ও তাদের শুভকামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ২৬ জানুয়ারি।

অধ্যক্ষ প্রফেসর মোঃ সহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.)।

কলেজের প্রধান মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রশাসনিক অধ্যক্ষ লে. কর্নেল এম কামালউদ্দিন ভূঁইয়া (অব.) এবং প্রশাসনিক পরিচালক মো. মাসুদ আলম প্রমুখ।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সহিদুল ইসলাম এবং প্রধান অতিথি কর্নেল নুরন্ নবী (অব.) উভয়ই পরীক্ষার্থীদের সকল নিয়ম কানুন মেনে সফলভাবে পরীক্ষায় অংশগ্রহণের আহবান জানান। পরীক্ষার্থীদের উদ্দেশে তারা বলেন, দেশ পরিবার ও প্রতিষ্ঠান তোমাদের দিকে তাকিয়ে আছে। আমরা তোমাদের মাঝে স্বপ্ন দেখি। জীবনের প্রতিটি পরীক্ষায় কৃতকার্য হওয়ার মাধ্যমে একেকজন সফল মানুষ হিসেবে সেই স্বপ্ন পূরণে এগিয়ে আসবে।

অনুষ্ঠানের শেষাংশে মাইলস্টোন কলেজ এবং সারাদেশ থেকে অংশগ্রহণকারী সকল এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ২০১৬ সালে অনুষ্ঠিতব্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় মাইলস্টোন কলেজ থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমে ১০০৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে।

Print Friendly, PDF & Email

Related Posts