মাইলস্টোন কলেজে ১২তম আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

বিডি মেট্রোনিউজ যুক্তিবাদী সমাজ গড়ার প্রত্যয় বুকে ধারণ করে ১২তম আন্তঃশেণি বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন করলো রাজধানীর অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। গত ৩১ জানুয়ারি কলেজের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতার আয়োজক ছিলেন মাইলস্টোন কলেজ ডিবেটিং ক্লাব।

কলেজের একাডেমিক পরিচালক প্রফেসর কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সহিদুল ইসলাম, প্রশাসনিক অধ্যক্ষ লে. কর্নেল এম কামালউদ্দিন ভূঁইয়া (অব.), বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সাবেক সহÑসভাপতি এবং মাইলস্টোন কলেজ পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ শাফায়েত উদ্দিন।

মাইলস্টোন কলেজে অধ্যায়নরত দশম এবং একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ১৪৮ জন বিতার্কিক ছেলে ও মেয়ে দুটি পৃথক পর্বে বিভক্ত হয়ে ধারাবাহিক এই তুমুল প্রতিযোগিতায় অবতীর্ণ হয়।

বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে দশম শ্রেণি বিজ্ঞান বিভাগের বিষয় ছিল ‘ইন্টারনেটের অপব্যবহার রোধে আইনের চেয়ে সচেতনতার ভূমিকা মুখ্য’। এ পর্বে বিষয়ের পক্ষদল মেয়েরা জয় লাভ করেন এবং সেরা বক্তা নির্বাচিত হন চৈতি সাহা। অন্যদিকে একাদশ শ্রেণির বিষয় ছিল ‘প্রযুক্তি মানবিক মূল্যবোধ হ্রাস করছে।’ এ পর্বে বিপক্ষ দল ছেলেরা জয় লাভ করে এবং সেরা বক্তা নির্বাচিত হয় আলভি নাহিয়ান।

প্রতিযোগিতার শেষাংশে বিতার্কিকদের সম্মাননা পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কর্নেল নুরন্ নবী (অব.)।

Print Friendly, PDF & Email

Related Posts